অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের ভর্তুকির টাকা। ফোনে একথা শুনেই চমকে উঠেছিল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার পূর্ণগঞ্জ সল্টলেক পাড়ায় বাসিন্দা বছর ১৪র সপ্তদীপ বারিক। কিন্তু সেই টাকা পেতে গিয়ে এখন কার্যত হিমশিম খাচ্ছে সে।
ওই কিশোরের দাবি, অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। সেখান থেকে বলা হয় গ্যাসের ভর্তুকি টাকা ঢুকবে অ্যাকাউন্টে। কিন্তু ওই নাবালককে প্রথমে ৮৫০০ টাকা জমা দিতে বলা হয়।
সেই কথা মতো স্থানীয় একটি ক্যাফেতে যায় ওই কিশোর। সেখানে ক্যাফের মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা পাঠাতে শুরু করে সে।
অভিযোগ, প্রায় ৮১ হাজার টাকা পাঠিয়ে দেয় ওই কিশোর। কিছুক্ষণের মধ্যেই ক্যাফের মালিক বিষয়টা বুঝতে পারে। তখন টাকা ফেরত চাইলে ঘাবড়ে যায় ওই নাবালক।
খবর পেয়ে নাবালকের পরিবার ক্যাফেতে আসে। সেখানে ক্যাফের মালিক তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। কোনওরকমে ৭০ হাজার টাকা মেটায় নাবালকের পরিবার। বাকি টাকা এখনও মেটাতে পারেনি।
ক্যাফের মালিক সুখেন সাহার বক্তব্য,' ৮১ হাজার টাকা পাঠানোর পর আমার সন্দেহ হয়। আমি এর পর আর টাকা টান্সফার করিনি। বরং আমার প্রাপ্য টাকার দাবি করেছিলাম। আমিও চাই,গরিব পরিবার যাতে তাদের ওই টাকা ফেরত পান।'