দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা হুগলির চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে। পুলিশের সঙ্গে রীতিমতো গুলির লড়াই ডাকাত দলের। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে একটি স্বর্ণঋণ সংস্থার দফতরে।
জানা গিয়েছে, ওই এলাকার একটি বিল্ডিং-এর দোতলায় রয়েছে স্বর্ণঋণ সংস্থার অফিসটি। অভিযোগ, এদিন বেশ কয়েক জনের একটি ডাকাত দল অফিসে গ্রাহক সেজে ঢোকে।
আচমকাই নিরাপত্তারক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শুরু করে লুঠপাট। সেই সময় সংস্থার কোনও এক কর্মী সাইরেন বাজিয়ে দিতেই নিরাপত্তারক্ষী এবং অন্য এক কর্মীকে বেধড়ক মারধর শুরু করে ডাকাত দল। (সংস্থার আহত কর্মী)
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক সহ বিশাল বাহিনি।
দু'জন পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে যায়। অভিযোগ, এরপরেই জনা তিনেক দুষ্কৃতী স্বর্ণঋণ সংস্থার দোতলা থেকে পুলিশকে লক্ষে করে গুলি চালাতে থাকে শুরু করে।
পালটা জবাব দেয় পুলিশও। বেশ কিছুক্ষণ দু'পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে বিল্ডিং-এর ছাদ দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। (সংস্থার নিরাপত্তারক্ষী)