scorecardresearch
 
Advertisement
অপরাধ

এবার চুঁচুড়ায় গ্রেফতার 'ভুয়ো' কর্ণধার, বাজেয়াপ্ত গাড়ি-দামি বাইক

ভুয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার ধৃত
  • 1/6

এবার পুলিশের জালে ভুয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার। ধৃতের নাম রঞ্জন সরকার। জানা গিয়েছে, হুগলির চুঁচুড়া থানা এলাকার হৃষিকেশ পল্লীতে বিগত কয়েকবছর ধরে একটি বাড়ির দোতলা ভাড়া নিয়ে অফিস চালাচ্ছিলেন ওই ব্যক্তি।

ভুয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার ধৃত
  • 2/6

অফিসের নেমপ্লেটে লেখে, 'ইন্টারন্যাশনাল হিউম্যান কাউন্সিল'। সেই অফিসেই আনাগোনা ছিল রঞ্জনের। মাঝেমাঝেই দেহরক্ষীও পরিবর্তন করতেন তিনি। 

ভুয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার ধৃত
  • 3/6

এছাড়াও একাধিক গাড়ি ও দামি বাইক দেখা যেত অফিসে। গাড়িগুলিতে লাগান ছিল নীলবাতি। সম্প্রতি সমস্ত গাড়ি ও বাইকে প্রেস স্টিকারও লাগিয়েছিলেন রঞ্জন। 

Advertisement
ভুয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার ধৃত
  • 4/6

জানা গিয়েছে, হুগলি মোড়ে রঞ্জনের অফিসের এক ব্যাক্তিকে প্রেস লেখা একটি স্কুটি সহ আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরই ঋষিকেশ পল্লীর ওই বাড়িতে হানা দেন পুলিশ অধিকারিকরা। 

ভুয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার ধৃত
  • 5/6

একই সঙ্গে হানা দেওয়া হয় চুঁচুড়ার পিপুলপাতি সংলগ্ন মল্লিকবাটি স্কুলের সামনে রঞ্জনের বাড়িতেও। তাঁর বাড়ি ও অফিস থেকে মোট ৬টি দামি চারচাকা গাড়ি ও ৫টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

ভুয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার ধৃত
  • 6/6

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন  চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার বিদিত রাজ বুন্দেশ। এই বিষয়ে ডিসি জানান, ভুয়ো নথিপত্র দেখানর অভিযোগে রঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য রঞ্জনের স্ত্রী, পুত্র ও কর্মচারীদেরও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।  
 

Advertisement