গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি কল সেন্টারের (Illegal Call Center) পর্দাফাঁস করল তপসিয়া থানার পুলিশ (Topsia Police Station)।
জানা গিয়েছে সোমবার রাত ৮টা ২০ নাগাদ ৭সি/১বি মহেন্দ্র রায় লেনে ওই বেআইনি কল সেন্টারে অভিযান চালান পুলিশ কর্মীরা।
সেইসময় সেখানে কাজ করছিল ৫ যুবক। তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় হয় তাদের ল্যাপটপ ও মোবাইলগুলি।
জেরায় ধৃতেরা নিজেদের অপরাধ কবুল করেছে বলে দাবি পুলিশর। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই কলসেন্টার থেকে ইন্টারনেটের মাধ্যমে আমেরিকার ফোন করা হত।
নিজেদের সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস সংস্থার আধিকারিক বলে পরিচয় দিত ধৃতরা। এরপর তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ডলারে অর্থ নেওয়া হত। এভাবেই চলছিল প্রতারণা চক্র।