scorecardresearch
 
Advertisement
অপরাধ

ভারত বাংলাদেশ সীমান্তে সোনা পাচার করতে গিয়ে সোনা সহ ধৃত পাঁচ

সোনা সহ ধৃত পাঁচ
  • 1/8

ভারত বাংলাদেশ সীমান্তে সোনা পাচার করতে গিয়ে সোনা সহ পাঁচজনকে গ্রেফতার করল জেলা কাস্টমসের বিশেষ দল। উদ্ধার হয়েছে ৬ কেজি ৭১২ গ্রাম সোনার বাট।
 

সোনা সহ ধৃত পাঁচ
  • 2/8

ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তের কেষ্টপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জেলার তদন্তকারী সংস্থা। 

সোনা সহ ধৃত পাঁচ
  • 3/8

রাজস্ব দপ্তর সুত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম অখিল মোরাল,  আশিসকুমার দত্ত, উত্তমকুমার দত্ত, দীপেশ কুমার ঘোষ ও অতুল দাস।

Advertisement
সোনা সহ ধৃত পাঁচ
  • 4/8

এদের প্রত্যেকে বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মালদা বহরমপুর ও শিলিগুড়ি রাজস্ব দপ্তরের যৌথ উদ্যোগে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জহুরা তলার কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।

সোনা সহ ধৃত পাঁচ
  • 5/8

তাকে জিজ্ঞাসাবাদ করে আরো চারজনের নাম উঠে আসে। ধৃত ব্যক্তিকে নিয়ে ওই চারজনের খোঁজ শুরু করে রাজস্ব দপ্তরের বিশেষ দল। তাদের গ্রেপ্তার করে রাজস্ব দপ্তর এর বিশেষ দল।

সোনা সহ ধৃত পাঁচ
  • 6/8

তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬ কেজি ৭১২ গ্রাম সোনার বাট। ডিডি ওদেরকে নিজেদের হেফাজতে নিয়ে রাজস্ব দপ্তর এর বিশেষ দল ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনা সহ ধৃত পাঁচ
  • 7/8

জেলা কাস্টমসের স্পেশাল সরকারী আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি জানান, ডিরেক্টার অব রেভিনিউ ইন্টিলিজেন্স কাস্টমসের মালদা জেলা থেকে ৬ কেজি ৭১২ গ্রাম সোনা উদ্ধার করেছে।

 

Advertisement
সোনা সহ ধৃত পাঁচ
  • 8/8

যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি ১৫ লক্ষ টাকা। এই পাঁচজন মূলত সোনাগুলি মালদা হয়ে বাংলাদেশে পাচার করছিল। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানা এলাকায়। ধৃতদেরকে এদিন জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement