
পুরো যেন মির্জাপুরের ওয়েবসিরিজ। বিয়ে করতে গিয়ে ম্যারেজ প্যালেসের সামনে অপেক্ষা করছে হবু বর ও বউ। আর ভিতরে তখন পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে চলছে গুলির লড়াই।

পঞ্জাবের এই ঘটনায় জানা গিয়েছে, ৫ জন ডাকাত পালিয়ে ওই ম্যারেজ প্যালেসের মধ্য়ে ঢুকে পড়ে। তখন পুলিশ জানতে পেরে ম্যারেজ প্যালেসটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এরপরেই দু পক্ষের গুলির লড়াই শুরু হয়।

জানা গিয়েছে, পুলিশের তাড়া খেয়েই ওই ডাকাত দল ম্যারেজ প্যালেসের মধ্যে ঢুকে পড়ে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে গুলি যুদ্ধ। মোট ৮০ রাউন্ড গুলি চালায় পুলিশ। এক ডাকাতে নিকেশ করতেও সক্ষম হয়।

অপরদিকে, গাড়ি নিয়ে হবু বর ও বউ অপেক্ষা করছিল ম্যারেজ প্যালেসের সামনে। এমন অবস্থায় তাদের সঙ্গে আশা সকলেই প্রায় আতঙ্কিত হয়ে গিয়েছিলেন।

কনের দাদু বলেন, তাঁর নাতনির জন্য অনেক আগেই এই ম্যারেজ প্য়ালেসটি বুক করেছিলেন। কিন্তু এখানে পৌঁছানোর পরে সম্পূর্ণ অন্য দৃশ্য দেখেন তাঁরা। পুলিশ ও ডাকাতদের মধ্যে গুলিযুদ্ধে তাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।