scorecardresearch
 
Advertisement
অপরাধ

ইলিশের চোরাচালান! BSF-র হাতে ২৩ কেজি মাছ সহ ধৃত টোটোচালক

ইলিশ সহ ধৃত টোটোচালক
  • 1/6

২৩ কেজি ইলিশ মাছ (Hilsa Fish) সহ এক ভারতীয় টোটো চালককে পাকড়াও করল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাকিমপুর। ধৃতের কাছ থেকে ১৯টি ইলিশ মাছ বজেয়াপ্ত হয়েছে। ইলিশ সহ ধৃতকে তেঁতুলিয়ার কাস্টম অফিসের হাতে তুলে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।
 

ইলিশ সহ ধৃত টোটোচালক
  • 2/6

জানা গিয়েছে, মঙ্গলবার সীমান্তে ডিউটি করছিলেন ১১২ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা। সেইসময় এক টোটোচালককে হাকিমপুর বাজার থেকে স্বরূপদা গ্রামের দিকে যেতে দেখেন তাঁরা। সন্দেহ হওয়ায় হাকিমপুর চেকপোস্টে সেই টোটোটিকে আটক করে শুরু হয় তল্লাশি। 

ইলিশ সহ ধৃত টোটোচালক
  • 3/6

আর তল্লাশি চালাতেই দেখা যায় টোটোর নিচে প্লাস্টিকের মধ্যে মোড়ানো রয়েছে অনেকগুলি ইলিশ মাছ। সেগুলি বের করার দেখা যায় সেখানে মোট ১৯টি মাছ রয়েছে। 

Advertisement
ইলিশ সহ ধৃত টোটোচালক
  • 4/6

ধৃত টোটোচালক উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) স্বরূপনগর থানার অন্তর্গত  ডাকঘর হাকিমপুর এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে।

ইলিশ সহ ধৃত টোটোচালক
  • 5/6

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মাঝেমধ্যেই চোরাচালান করে ওই টোটোচালক। ধৃত টোটোচালক জানায়, রহিম মোল্লা নামে বাংলাদেশের (Bangladesh) এক ব্যক্তির থেকে মাছগুলি নিয়ে আসছিল সে। হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করে মাছগুলি রামপ্রসাদ দাস নামে একজনকে দেওয়ার কথা ছিল তার। যার বিনিময়ে সে ৩০০ টাকা পেত। কিন্তু মাঝপথেই তাকে ধরে ফেলে সীমান্ত রক্ষী বাহিনী। এরপর বাজেয়াপ্ত ইলিশ সহ তাকে তুলে দেওয়া হয় তেঁতুলিয়া কাস্টম অফিসের হাতে।
 

ইলিশ সহ ধৃত টোটোচালক
  • 6/6

এই বিষয়ে ১১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নারায়ণ চন্দ্র তাঁর জওয়ানদের প্রশংসা করেছেন। তিনি বলেন, জওয়ানরা সতর্ক থাকার কারণেই এটা সম্ভব হয়েছে।  
 

Advertisement