scorecardresearch
 
Advertisement
অপরাধ

ব্যাঙ্ক জালিয়াতি, মধ্যপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার চন্দননগরের যুবক

জালিয়াতির অভিযোগে গ্রেফতার
  • 1/5

ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় হুগলির চন্দননগরের (Chandannagar) এক যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। ধৃত যুবকের নাম শুভজিৎ পাত্র। 

জালিয়াতির অভিযোগে গ্রেফতার
  • 2/5

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জয়িন (Madhya Pradesh Ujjain) জেলার এক চিকিৎসককে দিন কয়েক আগে কেউ বা কারা ফোন করে। 

জালিয়াতির অভিযোগে গ্রেফতার
  • 3/5

ফোনে কেওয়াইসি-র নথিপত্র নিয়ে আলোচনা হয়। সেইসময় ওই চিকিৎসককে ফোনে একটি অ্যাপ ডাউনলোডের কথা বলে কলাররা। 

Advertisement
জালিয়াতির অভিযোগে গ্রেফতার
  • 4/5

অভিযোগ, অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই ওই চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউট থেকে উধাও হয়ে যায় ৭ লক্ষ ৪৫ হাজার টাকা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। 

জালিয়াতির অভিযোগে গ্রেফতার
  • 5/5

তদন্তে নেমে চন্দনগরের ওই যুবকের নাম পান মধ্যপ্রদেশে পুলিশের কর্তারা। এমনকী ওই যুবকের অ্যাকাউন্টে ১ লক্ষ ৫০ হাজার টাকা ট্রান্সফার হয়েছে বলেও জানতে পারেন তদন্তকারীরা। এরপরেই গ্রেফতার করা হয় শুভজিৎ পাত্রকে।   

Advertisement