scorecardresearch
 
Advertisement
অপরাধ

মদের নেশার ঘোরে সঙ্গম, উত্তেজনায় বান্ধবীর গলা টিপে মারল যুবক

ব্যক্তির
  • 1/8

ইংল্যান্ডের ডার্লিংটনে এক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় তাঁর বান্ধবীকে সঙ্গমে মুহূর্তে গলা টিপে শ্বাসরোধ করার অভিযোগ ওঠে। এই মামলায় তাকে আগে চার বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা এখন অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপে বাড়ানো হতে পারে।
 

স্যাম
  • 2/8

অভিযুক্ত যুবকের নাম স্যাম পাইবাস। তার বয়স ৩২। নিহত মহিলা দুই সন্তানের মা ছিলেন।

হস্তক্ষেপ
  • 3/8

অ্যাটর্নি জেনারেল নিজেই এখন এ বিষয়ে হস্তক্ষেপ করছেন। কারণ তাঁর মনে হয়েছে দোষীকে অনেক কম সাজা দেওয়া হয়েছে। ফলে সাজার মেয়াদ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। 
 

Advertisement
বান্ধবীর
  • 4/8

তদন্ত পুলিশ জানতে পেরেছে মদ্যপান করে স্যাম তাঁর বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক শুরু করে। তখন ১০ সেকেন্ডের মতো সময়ে বান্ধবীর গলা টিপে ধরে সে। তাতে ওই মহিলার মৃত্যু হয়।

বুঝতে
  • 5/8

নেশাগ্রস্থ অবস্থায় ওই যুবক প্রথমে বুঝতে পারেনি। পরে সে ঘুমিয়ে পড়ে।
 

থানায়
  • 6/8

ঘুম থেকে উঠে বান্ধবীর নিথর দেহ দেখতে পায়। তখন থানায় গিয়ে খবর দেয় সে। 
 

জোরে
  • 7/8

ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, মৃতার গলা এতো জোরে চেপে রাখা হয়েছিল যে তাতেই মৃত্যু হয়েছে।

Advertisement
শাস্তির
  • 8/8

তবে মৃতার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন তার শাস্তির মেয়াদ বাড়ার সম্ভবনা রয়েছে।

Advertisement