ইংল্যান্ডের ডার্লিংটনে এক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় তাঁর বান্ধবীকে সঙ্গমে মুহূর্তে গলা টিপে শ্বাসরোধ করার অভিযোগ ওঠে। এই মামলায় তাকে আগে চার বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা এখন অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপে বাড়ানো হতে পারে।
অ্যাটর্নি জেনারেল নিজেই এখন এ বিষয়ে হস্তক্ষেপ করছেন। কারণ তাঁর মনে হয়েছে দোষীকে অনেক কম সাজা দেওয়া হয়েছে। ফলে সাজার মেয়াদ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
তদন্ত পুলিশ জানতে পেরেছে মদ্যপান করে স্যাম তাঁর বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক শুরু করে। তখন ১০ সেকেন্ডের মতো সময়ে বান্ধবীর গলা টিপে ধরে সে। তাতে ওই মহিলার মৃত্যু হয়।