Advertisement
অপরাধ

দামী গিফটের আবদার গার্লফ্রেন্ডের! দাবি মেটাতে এ কী করে বসল যুবক

  • 1/6

পকেটে নেই টাকা। কিন্তু দামী গিফটের আবদার গার্লফ্রেন্ডের। শেষে উপায় না পেয়ে বেনজির রাস্তা খুঁজল দিল্লি বাসিন্দা এক যুবক। (সব ছবি প্রতীকী)

  • 2/6

ছিনতাইয়ের অভিযোগে সম্প্রতি ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম বিরাট সিং।  দক্ষিণ পশ্চিম দিল্লির ডাবরি এলাকার বাসিন্দা তিনি। 

  • 3/6

দিল্লি পুলিশ জানায়, শুক্রবার রাতে ডাবরি এলাকায় ছিনতাইয়ের খবর পাওয়া যায়। এক যুবকের অভিযোগ, বাড়ি ফেরার সময়ে আচমকা ৪ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে ঘিরে ফেলে। তাঁর কাছে থাকা সাড়ে পাঁচ হাজার টাকা ও মোবাইল লুঠ করে। সীতাপুর বাসস্ট্যান্ডের কাছে এই লুঠের ঘটনা হয়।

Advertisement
  • 4/6

ওই যুবকের দাবি, তখন ছিনতাই বাজদের একজন তাঁকে ছুরি দিয়ে আঘাতও করে। ডেপুটি পুলিশ কমিশনার (দ্বারকা) সন্তোষ কুমার মীনা বলেন, ডাকাতির তদন্তে নেমে পুলিশ অপরাধীদের সম্পর্কে তথ্য পায়। তারপরেই গুর্জার ডেইরিতে পৌঁছে পুলিশ অপরাধীদের গ্রেফতার করে। বিরাট সিংও ধরা পড়ে। 

  • 5/6

জিজ্ঞাসাবাদের সময় বিরাট পুলিশকে জানায়, গুরগাঁওয়ের একটি কল সেন্টারে কাজ করত সে। কিন্তু লকডাউনের সময় চাকরি হারায়। বান্ধবীকে জন্মদিনে একটি দামি উপহার দিতে চেয়েছিল সে। 

  • 6/6

গার্লফ্রেন্ডের দামি উপহারের শখ মেটাতেই ডাকাতির রাস্তায় নামে বলে পুলিশকে জানায় বিরাট। তার কাছে থেকে লুঠ হওয়া মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।


 

Advertisement