scorecardresearch
 
Advertisement
অপরাধ

৫০ জনের মুন্ডু কাটল IS! মোজাম্বিকে ফুটবল মাঠে হাড়হিম হত্যালীলা

মোজাম্বিকে ভয়ঙ্কর হত্যালীলা চালাল ইসলামিক স্টেটে জঙ্গিরা
  • 1/6

দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ভয়ঙ্কর হত্যালীলা চালাল ইসলামিক স্টেটে জঙ্গিরা। গ্রামের একটি ফুটবল মাঠে প্রায় ৫০ জনের দেহ শিরচ্ছেদ করা হয়। তারপরে সেই দেহ টুকরো টুকরো করে কেটে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে ওই গ্রামের মহিলাদেরও অপহরণ করা হয়েছিল। প্রতীকী ছবি-আজ তক

এলাকাটি প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত
  • 2/6

মোজাম্বিকের যেখানে এই হামলাটি হয় সেই এলাকাটি প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। এর আগেও লাগাতার হামলা হয়েছে এই এলাকায়। ২০১৩ সালে এই এলাকায় ৩ বছরে ২০০০ মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে। ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে ৪,৩০ লক্ষ মানুষ। প্রতীকী ছবি-আজ তক

দেহ বিকৃত করে জঙ্গিরা
  • 3/6

৫০ জনের শিরশ্ছেদ করার পরে তাঁদের দেহ বিকৃত করে জঙ্গিরা। পরে গ্রামের মহিলাদের অপহরণ করে গ্রামটিকে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্রামের অনেক বাড়িঘর পুড়ে গেছে।  প্রতীকী ছবি-আজ তক

Advertisement
বন্দি করে শিরচ্ছেদ করা হয়
  • 4/6

বিবিসি এবং ডেইলিমেলের খবরে জানা গেছে, ওই জঙ্গিরা গ্রামে স্লোগান দিচ্ছিল। ঘরবাড়ি জ্বালানো শুরু করলে লোকেরা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তখন তাঁদের বন্দি করে শিরচ্ছেদ করা হয়। প্রতীকী ছবি-আজ তক

৫০০ মিটারের মধ্যে অন্তত ২০টি মৃতদেহ উদ্ধার
  • 5/6

শুধু তাই নয়, এক সপ্তাহ আগেও এই সন্ত্রাসীরা গ্রামে হামলা ও লুঠপাঠ চালায়। এক সরকারি আধিকারিক জানান, জঙ্গলের মধ্যে বিকৃত লাশগুলি দেখে পুলিশ বিষয়টি জানতে পারে। ৫০০ মিটারের মধ্যে অন্তত ২০টি মৃতদেহ উদ্ধার হয়েছিল। প্রতীকী ছবি-আজ তক
 

এর আগে জঙ্গি হানায় একাধিকবার রক্তাক্ত হয়েছে ওই এলাকা
  • 6/6

এর আগে জঙ্গি হানায় একাধিকবার রক্তাক্ত হয়েছে ওই এলাকা। এর আগেও প্রায় ৫০ জনের শিরচ্ছেদ করা হয়েছিল। ওই এলাকায় প্রাকৃতিক গ্যাস নিয়ে বেশ কিছু প্রকল্পের কাজ চলছে। সেইগুলির দখল নিয়ে হামালা চালায় জঙ্গিরা। ওই প্রকল্পগুলি আসার পরেই এলাকায় জঙ্গিদের গতিবিধি বেড়েছে বলে খবর। প্রতীকী ছবি-আজ তক

Advertisement