scorecardresearch
 
Advertisement
অপরাধ

একটা ভিডিও কল-মহিলার ন্যুড ফোটো, তারপরেই শুরু ব্ল্যাকমেল!

প্রথমে অচেনা
  • 1/10

প্রথমে অচেনা নম্বর থেকে ভিডিও কল। ভিডিও কলটি রিসিভ করতেই অপর প্রান্তে অশালীন অবস্থায় থাকা এক মহিলা। আবেগের বশে অনেকে কথাও বলে ফেলেন। আর তাতেই ফেঁসে যান অনেকে। সম্প্রতি রাজস্থান থেকে এমন একটি চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ।

জানা গিয়েছে
  • 2/10

জানা গিয়েছে, রাজস্থানের একাধিক শহরের ব্যবসায়ী, শিল্পপতি, জন প্রতিনিধি এবং সরকারি অফিসারদের টার্গেট করা হত। প্রথমে অচেনা নম্বর থেকে তাঁদের কাছে ভুয়ো ভিডিও কল করা হত।

কল রিসিভ
  • 3/10

কল রিসিভ করলেই অপর প্রান্তে অশালীন অবস্থায় থাকত এক মহিলা। সেখানে উত্তেজনা কথা বলার মুহূর্তে যাঁর কাছে ফোন এসেছে তাঁকে অশালীন হতে বলা হত। তাতে সায় দিয়ে তেমনটি হয়ে যেতেন অনেকে।
 

Advertisement
এরপরেই
  • 4/10

এরপরেই সেই ছবি তুলে রাখতেন ওই মহিলা। কিছুক্ষণ পরেই ভিডিও কল বন্ধ হয়ে যেত। তারপরে আরেকটি নম্বর থেকে ফোন আসত। সেখানে ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হত। 

মোটা টাকা
  • 5/10

মোটা টাকা চাওয়া হতো ফোনে। না হলে ছবিগুলি ভাইরাল করার হুমকি দেওয়া হত। ভয়ে সেই টাকা দিয়েও দিতে অনেকে। 
 

পুলিশের
  • 6/10

পুলিশের কাছেও এই অভিযোগ আসতে থাকে। কিন্তু অপরাধীদের নাগাল পুলিশ তখনও পায়নি।

সম্প্রতি বিকানেরের
  • 7/10

সম্প্রতি বিকানেরের ভূমি উন্নয়ন ব্যাঙ্কের ম্যানেজার ইফতকার আহমেদকে এই চক্রের শিকার হন। তারপরেই তৎপর হয় পুলিশ
 

Advertisement
ওই ব্যক্তির
  • 8/10

ওই ব্যক্তির ফোনের সূত্র ধরে এক মহিলার হদিশ পায় পুলিশ। তাকে জেরা করতেই আরও ৪ জনের সন্ধান পাওয়া যায়। সবাইকে গ্রেফতার করা হয়।
 

পুলিশ জানতে
  • 9/10

পুলিশ জানতে পেরেছে, ওই মহিলাই সবাইকে ভিডিও কল করত। আর এই কাজে সাহায্য করতে বাকিরা। 

তবে এই চক্রে
  • 10/10

তবে এই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement