প্রথমে অচেনা নম্বর থেকে ভিডিও কল। ভিডিও কলটি রিসিভ করতেই অপর প্রান্তে অশালীন অবস্থায় থাকা এক মহিলা। আবেগের বশে অনেকে কথাও বলে ফেলেন। আর তাতেই ফেঁসে যান অনেকে। সম্প্রতি রাজস্থান থেকে এমন একটি চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ।
জানা গিয়েছে, রাজস্থানের একাধিক শহরের ব্যবসায়ী, শিল্পপতি, জন প্রতিনিধি এবং সরকারি অফিসারদের টার্গেট করা হত। প্রথমে অচেনা নম্বর থেকে তাঁদের কাছে ভুয়ো ভিডিও কল করা হত।
কল রিসিভ করলেই অপর প্রান্তে অশালীন অবস্থায় থাকত এক মহিলা। সেখানে উত্তেজনা কথা বলার মুহূর্তে যাঁর কাছে ফোন এসেছে তাঁকে অশালীন হতে বলা হত। তাতে সায় দিয়ে তেমনটি হয়ে যেতেন অনেকে।
এরপরেই সেই ছবি তুলে রাখতেন ওই মহিলা। কিছুক্ষণ পরেই ভিডিও কল বন্ধ হয়ে যেত। তারপরে আরেকটি নম্বর থেকে ফোন আসত। সেখানে ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হত।
মোটা টাকা চাওয়া হতো ফোনে। না হলে ছবিগুলি ভাইরাল করার হুমকি দেওয়া হত। ভয়ে সেই টাকা দিয়েও দিতে অনেকে।
সম্প্রতি বিকানেরের ভূমি উন্নয়ন ব্যাঙ্কের ম্যানেজার ইফতকার আহমেদকে এই চক্রের শিকার হন। তারপরেই তৎপর হয় পুলিশ
ওই ব্যক্তির ফোনের সূত্র ধরে এক মহিলার হদিশ পায় পুলিশ। তাকে জেরা করতেই আরও ৪ জনের সন্ধান পাওয়া যায়। সবাইকে গ্রেফতার করা হয়।