
কোটিপতি স্বামীকে ফেলে অটোচালকের সঙ্গে পালালেন স্ত্রী। শেষে টাকা ফুরিয়ে যাওয়ায় আবার স্বামীর কাছে ফিরে এসেছেন ওই মহিলা। (সব ছবি প্রতীকী)

খাজরানার থানার সিএসপি জয়ন্ত রাঠোড জানান, খাজরানা এলাকার এক সম্পত্তি দালালের স্ত্রী তাঁর থেকে বয়সে ১৩ বছর ছোট এক অটো চালকের সঙ্গে বাড়ি থেকে ৪৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে ওই অটোচালক নিজের দুই বন্ধুকে সেখান থেকে ৩৪ লাখ টাকা দিয়ে দেয়। যদিও সেই টাকা পুলিশ উদ্ধার করে নেয়।

কিন্তু বাকি টাকা নিয়ে ওই মহিলা তার প্রেমিকের সঙ্গে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াতে থাকেন।

অনেক চেষ্টা করেও পুলিশ তাদের নাগাল পায়নি। শেষে সোমবার রাতে ওই মহিলা ফিরে আসেন স্থানীয় থানাতে।

সেখানে তিনি বলেন, এখন তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতে চান। যদিও সব শুনের স্ত্রীকে আবার আপন করে নিয়েছেন স্বামী।

জানা গিয়েছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই মহিলা বাকি টাকা খরচ করে ফেলেন। তারপরেই ফিরে আসেন তিনি।

পুলিশ জানিয়েছে, ওই মহিলা গয়নাগুলি নিয়ে ফিরে এসেছেন। তিনি টাকা উদ্ধার করা যায়নি।