scorecardresearch
 
 
অপরাধ

শিলিগুড়ির লজে সেক্স র‍্যাকেট, আপত্তিকর অবস্থায় ধৃত ৪ মহিলা সহ ৯

শিলিগুড়িতে
  • 1/7

শিলিগুড়িতে ফের মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ। একটি লজে হানা দেয় শিলিগুড়ি থানার পুলিশ। সেখান ৪ মহিলা  সহ মোট ৯ জনকে গ্রেফতার কর হয়। 

শিলিগুড়ির
  • 2/7

শিলিগুড়ির একটি লজে হানা দিয়ে আপত্তিকর অবস্থায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

শিলিগুড়ির বিভিন্ন
  • 3/7

শিলিগুড়ির বিভিন্ন হোটেলে ও লজে রমরমিয়ে চলছে মধুচক্রের কারবার। সম্প্রতি কিছুদিন আগে ভক্তিনগর ও প্রধাননগর থানার পুলিশের অভিযানে এই চক্রের পর্দা ফাঁস হয়েছিল। (প্রতীকী ছবি)

বৃহস্পতিবার
  • 4/7

বৃহস্পতিবার একইভাবে শিলিগুড়ি হিলকার্ট রোডে একটি লজে অভিযান চালিয়ে ৪ মহিলা সহ ৯ জনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। জানা গেছে ঘটনায় ওই লজের ম্যানেজার মহম্মদ মুস্তাফাকে পুলিশ গ্রেফতার করা হয়েছে।  (প্রতীকী ছবি)

বাকি ধৃতরা
  • 5/7

বাকি ধৃতরা হল অখিলেশ কুমার মণ্ডল,দীপক কুমার,মিন্টু কুমার ও বিজয় কুমার সিং বিহারের বাসিন্দা। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।  (প্রতীকী ছবি)

পুলিশ সূত্রে
  • 6/7

পুলিশ সূত্রে খবর ওই লজে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসেছিল বিষয়টি পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর আসার পরে পুলিশের তরফে অভিযান চালানো হয়।   (প্রতীকী ছবি)
 

শুক্রবার শিলিগুড়ি
  • 7/7

শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। জানা গেছে পুলিশ রিমান্ডে নিয়ে ঘটনা তদন্ত করবে। একই সাথে এই চক্রে বড় মাথা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। (প্রতীকী ছবি)