
মাদক-কাণ্ডে NCB-র হাতে গ্রেফতার হয়েছেন Shah Rukh Khan-এর ছেলে Aryan Khan। তাঁর সঙ্গেই গ্রেফতার হয়েছেন Munmun Dhamecha। তিনি এখন শিরোনামে। কে এই মুনমুন? তা নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়েছে।

সূত্রের খবর, মুনমুন দিল্লিতে থাকেন। তবে তাঁর আসল বাড়ি মধ্যপ্রদেশ। সেখানে সাগর জেলার বাসিন্দা তিনি। তবে এখন সেখানে কেউ থাকে না।

মুনমুনের মা গত বছর মারা গিয়েছেন। তাঁর বাবার মৃত্যু আগেই হয়েছে। মুনমুনের এক ভাই রয়েছে। সে দিল্লিতে থাকে।

মুনমুনের প্রাথমিক শিক্ষা সাগর জেলাতেই। তারপর ভোপালে সে পড়াশোনা করে। বছর ছয়েক আগে ভাইয়ের সঙ্গে দিল্লিতে আসে সে।

শোনা যায়, মুনমুন একজন মডেল। এটাই তার পেশা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলও রয়েছে তাঁর। সেখানে বেশ সক্রিয় তিনি।

ইনস্টাগ্রামে তাঁর বিভিন্ন ছবি পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিভিন্ন পার্টিতে অংশ নিয়েছেন তিনি। একাধিকবার তাঁকে বলিউডের স্টার কিডসদের সঙ্গেও দেখা গিয়েছে।

ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানা যায়, মুনমুন একাধিক ফোটোশুটে কাজ করেছেন। করেছেন বিজ্ঞাপনের কাজও।

শোনা যাচ্ছে, স্যানিটারি প্যাডে মাদক লুকিয়ে রেখেছিলেন মুনমুন। তাঁর সঙ্গে শাহরুখ -পুত্রের সম্পর্ক নিয়েও কানাঘুষো চলছে।

মাদক রাখা ও সেবন করার অপরাধে মুনমুনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তদন্তও শুরু করেছেন NCB গোয়েন্দারা।

ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে তাঁর অনুগামীর সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি।