scorecardresearch
 
Advertisement
অপরাধ

কাচের গুঁড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ পাচার করতে গিয়ে ধৃত ২

কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 1/10

অভিনব কায়দায় কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে চোরাই কাঠ পাচারের চেষ্টা করেও সফল হলো না উদ্যোগ। 

কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 2/10

বনদপ্তরের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বার্মাটিক কাঠ সহ গ্রেপ্তার দুই ভিন রাজ্যের বাসিন্দা।

কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 3/10

বনদপ্তর সূত্রে জানাগেছে উদ্ধার হওয়া বার্মাটিক কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Advertisement
কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 4/10

শিলিগুড়িকে করিডোর করে প্রতিদিনই অবৈধভাবে চোরাপথে পাচার হচ্ছে কাঠ। তবে মাঝেমধ্যে বনদপ্তরের অভিযানে পাচারকারীদের পাচারের আগেই তাদের ছক বানচাল করে দেয় বনদপ্তর।

কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 5/10

একইভাবে শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিল বনদপ্তরের বৈকন্ঠপুর ডিভিশনের সারুগাড়া রেঞ্জ।

কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 6/10

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে আগাম খবর ছিল একটি ট্রাকে মনিপুর থেকে কাঠ হরিয়ানায় নিয়ে যাওয়া হচ্ছে ।

কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 7/10

সেইমত গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি রোডে ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা।

Advertisement
কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 8/10

সন্দেহ হওয়ায় হরিয়ানার নম্বরের একটি ট্রাক প্রথমে আটক করা হয়। ট্রাকটিতে কাঁচের গুড়ো ভরতি বস্তা দিয়ে ভরা ছিল। যার নীচে রাখা ছিল বার্মাটিক কাঠ।

কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 9/10

যদিও ট্রাকটিকে দেখলে বোঝাই যাবে না যে সেটির নীচে বিপুল পরিমান অবৈধ কাঠ বোঝাই করা রয়েছে। বনকর্মীরা ট্রাকটিতে বস্তা সরিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয় ওই চোরাই কাঠ। ঘটনায় হরিয়ানার মেওয়ারের বাসিন্দা মহম্মদ সামদিন ও মহম্মদ ইজরায়েল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাচের গুড়ো ভর্তি বস্তার আড়ালে কাঠ
  • 10/10

শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই চোরাই কাঠ মহারাষ্ট্রর নাগপুরে পাচার করার পরিকল্পনা ছিল। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement