
গাড়ির সিটের তলায় গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা। নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে ৫৯ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ১ গ্রেপ্তার।

ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন করে পুলিশ।

এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

সূত্রের খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এনজেপি থানা এলাকায় শান্তিপাড়ায় অভিযান চালিয়ে উদ্ধার করে ৫৯ কেজি গাঁজা।

ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গৌর দাস নামে এক ব্যক্তিকে। সে শিলিগুড়ি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালকের সিটের নীচে আলাদা করে গাঁজা পাচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ওই চেম্বার।

গোপন সূত্রে খবর পেয়ে গৌর দাসের বাড়িতে প্রথমে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ। কিন্তু বাড়ি থেকে প্রথমে কিছু উদ্ধার হয় না।

এরপর বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা তার পিক-আপ ভ্যানে অভিযান চালায়। গাড়িতেও প্রথমে কিছু মেলে না। ভুল টিপ পেয়েছেন বলে মনে করছিলেন তাঁরা।

এরপর ফের সন্দেহ হলে গাড়িটি নিয়ে থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই চালকের সিটের নীচে উদ্ধার হয় গোপন চেম্বার।

সেখান থেকে বেরিয়ে আসে পাঁচটি প্যাকেট বন্দি গাঁজা। যার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান ওই গাঁজা কোচবিহার থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।