scorecardresearch
 
Advertisement
অপরাধ

আপনার ঘরের ভিডিও ফুটেজ এখন হ্যাকারদের হাতে! কীভাবে সম্ভব?

hacked CCTV
  • 1/5

অজান্তেই হ্যাক হল আপনার ঘরের ছবি। তাও আবার হ্যাকারদের হাতে পৌঁছে গেল সেই ছবি। প্রায় ২০০টি বাড়ির সিসিটিভি ফুটেজ হ্যাক করল সুরক্ষা ব্যবস্থা সরবরাহকারী একটি সংস্থার টেকনিশিয়ান। সিসিটিভি ফুটেজ থেকে দম্পতিদের ব্যক্তিগত মুহুর্ত পর্যবেক্ষণ করা শুরু করেন তাঁরা। ৩৫ বছর বয়সী এই প্রযুক্তিবিদ গ্রাহকের অ্যাকাউন্টগুলি প্রায় ৯ হাজারেরও বেশি বার অ্যাক্সেস করেছেন। আসুন জেনে নিই পুরো বিষয়টি
 

hacked CCTV
  • 2/5


ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের। অ্যাভিলস নামে একজন প্রযুক্তিবিদ এডিটি সংস্থায় কাজ করেছিলেন। এই সংস্থাটি ঘর এবং অফিসগুলির জন্য সুরক্ষা অ্যালার্ম সিস্টেম সরবরাহ করে থাকে। সেখান থেকেই তথ্য হ্যাক করেন ওই ব্যক্তি।
 

hacked CCTV
  • 3/5

বৃহস্পতিবার মার্কিন আদালতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি অ্যাভিলস স্বীকার করেছেন যে তিনি 'সুন্দরী' মহিলাদের দেখতে এই গুপ্তচরবৃত্তি করতেন। তিনি প্রায় সাড়ে চার বছর ধরে এই কাজটি চালিয়ে যান। দোষী সাব্যস্ত হলে অ্যাভিলাসকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

Advertisement
hacked CCTV
  • 4/5

তিনি গ্রাহকের লাইভ মুহূর্তগুলি সরাসরি দেখতেন। ভুয়ো ইমেল আইডি বানিয়ে এই কাজ করেছেন তিনি। গ্রাহকদের না জানিয়ে সেই কাজ করতেন তিনি।
 

hacked CCTV
  • 5/5

ব্যক্তিগত মুহুর্তগুলি দেখতেন ওই ব্যক্তি। তা গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘন করে। গত বছরের মে মাসেও অনেককে এই  সংস্থাটির বিরুদ্ধে মামলা করার কথা বলেছিলেন।

Advertisement