scorecardresearch
 
Advertisement
অপরাধ

যাত্রীবোঝাই বাসে বোমা, মাঝরাতে ৮০ কি.মি ধাওয়া করে উদ্ধার পুলিশের

যাত্রীবোঝাই বাসে বোমা
  • 1/6

যাত্রীবোঝাই বাসের পিছনে ধাওয়া করে বাস থেকে ব‍্যাগবন্দী অবস্থায় ৩০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গতরাতে ওই বাসে বোমা থাকার খবর পায় পুলিশ।

যাত্রীবোঝাই বাসে বোমা
  • 2/6

রাত্রি ১১ টা ১৫ নাগাদ পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগের কর্মীরা সূত্র মারফত জানতে পারেন, একটি যাত্রী বোঝাই বাসে বোমা রয়েছে। আর দেরি করেননি গোয়েন্দারা। 
 

যাত্রীবোঝাই বাসে বোমা
  • 3/6

পানাগড় থেকেই বাসটির পিছু নেন তাঁরা। আসানসোলের কুলটির কাছে বাসটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। ২ নম্বর জাতীয় সড়কের উপর কুলটির ডুবুরডিহি মোড়ের কাছে কুলটি থানার পুলিশ ও পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ ওই যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে উদ্ধার করেন ৩০টি তাজা বোমা। 

Advertisement
যাত্রীবোঝাই বাসে বোমা
  • 4/6

বোমার ব্যাগ থেকে উদ্ধার হয় নথিও। সেখান থেকে জানা যায়, কলকাতা থেকে বোমাগুলি ঝাড়খণ্ডে পাঠানো হচ্ছিলো। সফি মহম্মদ ভাই নামে কারও কাছে সেই বোমাগুলি পাঠানোর কথা ছিল। 
 

যাত্রীবোঝাই বাসে বোমা
  • 5/6

পুলিশ সূত্রে খবর, ৩০টি দেশি বোমার প্রতিটির মূল‍্য ১০০০ টাকা। উদ্ধার হওয়া নথি থেকে থেকে এও জানা যায়, কলকাতার ও দুই ব‍্যক্তির নাম লেখা রয়েছে চিরকুটে। লেখা রয়েছে একটি কোড নম্বরও। 

যাত্রীবোঝাই বাসে বোমা
  • 6/6

কে, কোথা থেকে, কী উদ্দেশ্যে বোমা নিয়ে যাচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা নিয়ে যাওয়ায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। বাসের চালক-সহ বাকি যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement