পাচারের আগে বনদপ্তরের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ বার্মাটিক কাঠ। ঘটনায় গাড়িচালক স্বপন সিংকে গ্রেপ্তার করেছে বনদপ্তর।
উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বনদপ্তর।
উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়িকে হাতিয়ার করে প্রতিনিয়ত উত্তর-পূর্ব ভারত থেকে অবৈধ কাঠ পাচার চক্রের রমরমা কারবার দীর্ঘদিনের।
তবে বনদপ্তরের অভিযানে মাঝেমধ্যে পাচারের আগে উদ্ধার হয় অবৈধ কাঠ। একইভাবে শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চলে।
গভীর রাতে বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়ার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ফুলবাড়ির ঘোষপুকুর বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বনদপ্তর।
ঘটনায় ইউপি নাম্বারের ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি চালালে বাঁশ বোঝাই ট্রাকে বাঁশের তলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মাটিক কাঠ।
বনদপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। জানা গিয়েছে ১৪ চাকার বাঁশ ভর্তি ট্রাকে করে কাঠগুলি মণিপুর থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে ইতিমধ্যে ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে এই পাচার চক্রে বড় কোনও মাথা রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।