scorecardresearch
 
Advertisement
অপরাধ

বাঁশের আড়ালে কাঠ, বনদফতরের তৎপরতায় বানচাল পাচারের ছক

অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 1/9

পাচারের আগে বনদপ্তরের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ বার্মাটিক কাঠ। ঘটনায় গাড়িচালক স্বপন সিংকে গ্রেপ্তার করেছে বনদপ্তর।

অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 2/9

উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বনদপ্তর। 

অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 3/9

উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়িকে হাতিয়ার করে প্রতিনিয়ত উত্তর-পূর্ব ভারত থেকে অবৈধ কাঠ পাচার চক্রের রমরমা কারবার দীর্ঘদিনের।

Advertisement
অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 4/9

তবে বনদপ্তরের অভিযানে মাঝেমধ্যে পাচারের আগে উদ্ধার হয় অবৈধ কাঠ। একইভাবে শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চলে।

অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 5/9

গভীর রাতে বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়ার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ফুলবাড়ির ঘোষপুকুর বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বনদপ্তর।

অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 6/9

ঘটনায় ইউপি নাম্বারের ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি চালালে বাঁশ বোঝাই ট্রাকে বাঁশের তলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মাটিক কাঠ।

অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 7/9

বনদপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। জানা গিয়েছে ১৪ চাকার বাঁশ ভর্তি ট্রাকে করে কাঠগুলি মণিপুর থেকে কলকাতায় পাচারের  উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

 

Advertisement
অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 8/9

তবে ইতিমধ্যে  ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে এই পাচার চক্রে বড় কোনও মাথা রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত
  • 9/9

পাচারের সেফ করিডর হিসেবে শিলিগুড়ি বরাবরই কুখ্যাত। শুক্রবারই শিলিগুড়িতে সোনা ও গাঁজার কোটি টাকার মাল ধরা পড়েছে। এবার কাঠ ধরা পড়ল ২৪ ঘন্টার আগেই।

Advertisement