Delhi Crime : ৬ বছরের শিশুকে গণধর্ষণ ১০, ১৩ ও ১৬ বছরের নাবালকের, গ্রেফতার ২

দিল্লিতে ফের ধর্ষণ। এবার ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ৩ নাবালকের বিরুদ্ধে। চলতি জানুয়ারি মাসের ১৮ তারিখ এই ঘটনা ঘটে রাজধানীর ভজনপুরা এলাকায়।

Advertisement
৬ বছরের শিশুকে গণধর্ষণ ১০, ১৩ ও ১৬ বছরের নাবালকের, গ্রেফতার ২ শিশুকে ধর্ষণের অভিযোগ
হাইলাইটস
  • ৬ বছরের শিশুকে গণধর্ষণ
  • অভিযুক্ত ১০, ১৩ ও ১৬ বছরের নাবালক

দিল্লিতে ফের ধর্ষণ। এবার ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ৩ নাবালকের বিরুদ্ধে। চলতি জানুয়ারি মাসের ১৮ তারিখ এই ঘটনা ঘটে রাজধানীর ভজনপুরা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩ জনই নাবালক। তাদের মধ্যে একজন পলাতক। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ৬ বছরের শিশুর অভিযোগের প্রেক্ষিতে FIR করা হয়। তারপর শুরু হয় তদন্ত। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার POCSO ধারায় মামলা রুজু করা হয়েছে। 

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের বয়স ১০, ১৩ ও ১৬ বছর। তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হলেও একজন পালিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। নানা এলাকায় অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে, সে শিগগিরই ধরা পড়বে।  
পুলিশের এক আধিকারিক বলেন, 'ধৃতদের ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল। বিচারক পলাতক অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।'

অন্যদিকে অভিযোগ পাওয়ার পরই সেই শিশুর মেডিকেল পরীক্ষা করানো হয়। তার জবানবন্দিও নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। শিশুর খেয়াল রাখা হচ্ছে প্রশাসনের তরফে। 

বাচ্চাটির মা জানিয়েছেন, সেদিন রক্তমাখা অবস্থায় বাড়িতে এসেছিল তাঁর মেয়ে। বলেন, 'আমি বাড়িতেই ছিলাম। ও রক্তাক্ত অবস্থায় ফিরেছিল। আমি তার কারণ জিজ্ঞাসা করাতে প্রথমে জানিয়েছিল, পড়ে গিয়ে তার এমন অবস্থা হয়েছে। অথচ শরীরে বাইরে থেকে কোনও ক্ষতি দেখতে পাইনি। তাতে সন্দেহ হওয়ায় ফের জিজ্ঞাসা করার পর ও আমাকে প্রকৃত ঘটনা জানায়।' 

তিনি আরও জানান, বিষয়টি সম্পর্কে জানার পর পরই তিনি পুলিশের দ্বারস্থ হন। থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর মেয়ের মেডিকেল পরীক্ষা করানো হয়। পুলিশের তদন্তে খুশি নির্যাতিতার মা। দাবি, একটি খোলা জায়গায় তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। ঘটনাস্থলে রক্তের নমুনাও পেয়েছেন তদন্তকারীরা। দোষীদের সাজার দাবিও করেছেন তিনি।  

POST A COMMENT
Advertisement