scorecardresearch
 

ফের হবে ময়নাতদন্ত, কবর থেকে তোলা হল আনিসের দেহ

আগেরবারের ময়নাতদন্ত ঘিরে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন আনিসের পরিবারের সদস্যরা। তাদেরকে না জানিয়েই ময়নাতদন্ত করে আমতা থানার পুলিশ। যদিও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় সিটকেই তদন্তের নির্দেশ দেয় আদালত। এদিন দ্বিতীবার ময়নাতদন্তের জন্য জেলা বিচারকের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তোলে সিট। 

Advertisement
কবর থেকে তোলা হল দেহ কবর থেকে তোলা হল দেহ
হাইলাইটস
  • কবর থেকে তোলা হল আনিসের দেহ
  • উপস্থিত ছিলেন জেলা জজ
  • ময়নাতদন্তের জন্য পাঠান হল দেহ

কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল ছাত্রনেতা আনিস খানের দেহ। জেলা বিচারকের উপস্থিতিতে তোলা হয় দেহ। দেহ তোলার সময় উপস্থিত ছিলেন আনিস খানের দাদা সাবির খান। মৃতদেহ কবর থেকে তুলে কলকাতায় পাঠান হয় ময়নাতদন্তের জন্য। গোটা প্রক্রিয়াই জেলা জজের উপস্থিতিতে ও ভিডিওগ্রাফির মাধ্যমে করা হয় বলে সিট সূত্রে খবর।

আগেরবারের ময়নাতদন্ত ঘিরে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন আনিসের পরিবারের সদস্যরা। তাদেরকে না জানিয়েই ময়নাতদন্ত করে আমতা থানার পুলিশ। যদিও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় সিটকেই তদন্তের নির্দেশ দেয় আদালত। এদিন দ্বিতীবার ময়নাতদন্তের জন্য জেলা বিচারকের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তোলে সিট। 

নির্দেশ অনুযায়ী এদিন ১০টার সময় মৃতদেহ তোলার কথা থাকলেও জেলা বিচারক দেরিতে পৌঁছানোয় প্রক্রিয়া শুরু হতে বিলম্ব হয়। আনিশের বাবা সালেম খান আগেই জানিয়েছিলেন যে তিনি এই প্রক্রিয়াতে অংশ নেবেন না। তাঁর জায়গায় আনিস খানের দাদা সাবির খান উপস্থিত ছিলেন। 

এদিকে মৃতদেহ কবর থেকে তোলার ঘটনা দেখতে সকাল থেকেই ভিড় জমান উৎসাহী গ্রামবাসীরা। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। সিটের কর্তারা মৃতদেহটি কবর থেকে তুলে কলকাতায় পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য। গোটা প্রক্রিয়া চলে জেলা বিচারকের উপস্থিতিতে। 

 

Advertisement