Malda Crime: মালদার বিধায়কের ওপর হামলার পর এবার চালককে ছুরি, গুরুতর জখম

মালদায় ঘটে যাচ্ছে একের পর এক অপরাধের ঘটনা। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়ির উপর হামলার দু' সপ্তাহ পর এবার তাঁর গাড়ির চালকের উপরে হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, সাবিত্রী মিত্রর গাড়ির চালক অনুপ সাহা তাঁর পরিবার নিয়ে একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন।

Advertisement
মালদার বিধায়কের ওপর হামলার পর এবার চালককে ছুরি, গুরুতর জখমমালদার বিধায়কের ওপর হামলার পর এবার গাড়ির চালককে ছুরিকাঘাত

মালদায় ঘটে যাচ্ছে একের পর এক অপরাধের ঘটনা। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়ির উপর হামলার দু' সপ্তাহ পর এবার তাঁর গাড়ির চালকের উপরে হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, সাবিত্রী মিত্রর গাড়ির চালক অনুপ সাহা তাঁর পরিবার নিয়ে একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। বাড়ির সকলে এগিয়ে গেলেও পুরাতন মালদা ব্লক গেটের সামনে চালক অনুপ সাহা দেখতে পান তিন-চার জন দুষ্কৃতী মুখ বেঁধে রয়েছে। সেই দৃশ্য দেখে অনুপ ওই দুষ্কৃতীদের ক্যামরা বন্দি করতে গেলেই তিন দুষ্কৃতী তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। আঘাত করা হয় তাঁকে। অনুপ চিৎকার করতে শুরু করলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরবর্তীতে তাঁর স্ত্রী সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনায় মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ওই দিন তাঁর চালক ছুটি নিয়েছিলেন। তিনি অন্য এক চালককে নিয়ে কাজ সারেন। ঠিক কী ঘটেছে তাঁর জানা নেই। তাঁর সঙ্গে কোনও কথাও হয়নি। সাবিত্রী বলেন, ভিডিওতে দেখলাম বলছে সাবিত্রী মিত্রের গাড়ির চালক। তাতে কী হয়েছে! সমস্ত বিষয় পুলিশ তদন্ত করে দেখুক। আমার ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও বিষয় নেই। পুলিশ তদন্ত করছে।

এদিকে দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, "সারা জেলাজুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে। মনে হচ্ছে জেলাটা ক্রিমিনালরা দখল করে নিয়েছে। স্বাভাবিক ভাবেই পরপর ঘটনাগুলিতে মনে হচ্ছে সারা জেলা জুড়ে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। পুলিশ বলে কোনও বস্তু নেই।"

বর্তমানে আহত অবস্থায় বাড়িতে রয়েছে অনুপ। তবে এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

POST A COMMENT
Advertisement