scorecardresearch
 

Baguihati Murder: কেষ্টপুরে বিবাহিত মহিলাকে শ্বাসরোধ করে খুন, ৪ ঘণ্টায় ঘনিষ্ঠ 'ফেসবুক বন্ধু'-কে ধরল পুলিশ

মাত্র ৪ ঘণ্টায় খুনীকে ধরে ফেলল পুলিশ। শুক্রবার রাতে বাগুইআটির রবীন্দ্রপল্লিতে ঘরের ভিতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করা করে পুলিশ। জানা যায়, মৃতার নাম অভিষিক্তা দে সাহা (২৭)। দেহ দেখে পুলিশের সন্দেহ হয়, এটি আত্মহত্যা নয়, খুনের ঘটনা। শুক্রবার রাতে দেহ উদ্ধারের পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহিলার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

মাত্র ৪ ঘণ্টায় খুনীকে ধরে ফেলল পুলিশ। শুক্রবার রাতে বাগুইআটির রবীন্দ্রপল্লিতে ঘরের ভিতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করা করে পুলিশ। জানা যায়, মৃতার নাম অভিষিক্তা দে সাহা (২৭)। দেহ দেখে পুলিশের সন্দেহ হয়, এটি আত্মহত্যা নয়, খুনের ঘটনা। শুক্রবার রাতে দেহ উদ্ধারের পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহিলার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। 

কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন এই মহিলা। পেশায় বিউটিশুয়ান ছিলেন। কয়েক মাস আগে কৌশিক সাহা নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে। ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে। তারপর সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। কোনও পারিবারিক অশান্তি ছিল কি না, তা জানা যায়নি। তবে এই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল বলে জানা যায়। যার জেরে মহিলাকে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক বলে পুলিশ জানায়। ধৃত ফেসবুক বন্ধু খুনের কথা স্বীকার করেছে।

শনিবার বিধানগর পুলিশের ডিসি এয়ারপোর্ট বলেন, "খুন করে চলে যায় ওই ব্যক্তি। আমরা খবর পাওয়ার চার ঘণ্টার মধ্যে এদের ধরে ফেলি। যখনই কোনও অপরাধের ঘটনা ঘটবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তা মীমাংসা করব।"

আরও পড়ুন

মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরেই তদন্ত এগোয়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। মহিলার স্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বলে ডিসি জানান।

Advertisement