Fake Voter in Swarupnagar: শ্বশুর-শাশুড়িকে মা-বাবা বানিয়ে ভুয়ো ভোটার-আধার কার্ড, স্বরূপনগরে ধরা পড়ল বাংলাদেশি

বাংলাদেশের বাসিন্দা ভারতের ভুয়ো ভোটার কার্ড বানিয়ে বসবাস করছেন স্বরূপনগরে ইউরোপ ফেরত বাংলাদেশি যুবকের নাম মেলে এদেশের ভোটার তালিকায়। শ্বশুর-শাশুড়িকে 'বাবা-মা' পরিচয়ে বাংলাদেশি ওই যুবকের নাম এদেশের ভোটার তালিকায় তোলা হয়। ইউরোপ থেকে এসে অবৈধভাবে স্বরূপনগরের সীমান্ত এলাকায় বসবাস করছিলেন।

Advertisement
শ্বশুর-শাশুড়িকে মা-বাবা বানিয়ে ভুয়ো ভোটার-আধার কার্ড, স্বরূপনগরে ধরা পড়ল বাংলাদেশিস্বরূপনগরে বাংলাদেশি যুবকের হদিশ

বাংলাদেশের বাসিন্দা ভারতের ভুয়ো ভোটার কার্ড বানিয়ে বসবাস করছেন স্বরূপনগরে ইউরোপ ফেরত বাংলাদেশি যুবকের নাম মেলে এদেশের ভোটার তালিকায়। শ্বশুর-শাশুড়িকে 'বাবা-মা' পরিচয়ে বাংলাদেশি ওই যুবকের নাম এদেশের ভোটার তালিকায় তোলা হয়। ইউরোপ থেকে এসে অবৈধভাবে স্বরূপনগরের সীমান্ত এলাকায় বসবাস করছিলেন।

ঘটনাটি স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের ১৩৪ নম্বর বুথের। ৩০ বছর বয়সী লাল্টু ধাবক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। এর আগে ইউরোপে থাকতেন তিনি। গত সাত বছর ধরে তিনি এদেশে থাকেন। তাঁর বাবা-মা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। 

এ দেশের শ্বশুর ইয়াদুত ধাবক ও শাশুড়ি ফতেমা ধাবক এদেরকে বাবা-মা পরিচয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সবটাই হাসিল করেছেন লাল্টু। 

আর এই বাংলাদেশি যুবকের স্ত্রী সালেহা বিবি অকপটে স্বীকার করে নেন যে, তাদের কোনও ভাই নেই। তাঁর শ্বশুরের দুই ছেলে একজন বাংলাদেশে থাকে আর এই ছেলে বিয়ে করে ভারতে থাকে। 

পরিবারের অন্য কেউ এ বিষয়ে জিজ্ঞাসা করলে মুখ খুলতে নারাজ। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতেই পরিবার মুখ লুকাতে শুরু করে, প্রশ্ন এড়িয়ে যায়। প্রশ্ন উঠছে কীভাবে এই যুবক সীমান্তে ভুয়ো নথিপত্র দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে বসবাস করছে? এ বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে এখন তাই দেখার। 

POST A COMMENT
Advertisement