Barasat: বারাসতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকাকে ওষুধ খাইয়ে গর্ভপাতের চেষ্টা; গ্রেফতার প্রেমিক

প্রথমে প্রেম, ভালোবাসা তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণী গর্ভবতী হয়ে পড়লে ওষুধ খাইয়ে সন্তান নষ্ট করানো হয়। শুধু তাই নয় বিয়ের প্রতিশ্রুতিও অস্বীকার করে ওই যুবক। অবশেষ পরিবার বারাসত মহিলা থানার দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জানালে, সোমবার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। যুবতীর বাড়ি দেগঙ্গায়। যুবক থাকেন অশোকনগর এলাকায়। 

Advertisement
বারাসতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকাকে ওষুধ খাইয়ে গর্ভপাতের চেষ্টা; গ্রেফতার প্রেমিকপ্রতীকী ছবি

প্রথমে প্রেম, ভালোবাসা তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণী গর্ভবতী হয়ে পড়লে ওষুধ খাইয়ে সন্তান নষ্ট করানো হয়। শুধু তাই নয় বিয়ের প্রতিশ্রুতিও অস্বীকার করে ওই যুবক। অবশেষ পরিবার বারাসত মহিলা থানার দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জানালে, সোমবার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। যুবতীর বাড়ি দেগঙ্গায়। যুবক থাকেন অশোকনগর এলাকায়। 

পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক ছিল। দু'জন দু'জনকে বিয়ে করবে বলেই জানত যুবতীর পরিবার। এরপর সে গর্ভবতী হয়ে পড়লে ওই যুবক বলে ওষুধ খেয়ে নিতে। বাকি সব বিষয় সামলে নেবে বলে জানায় অভিযুক্ত যুবক। ওষুধ খাওয়ার পর তরুণী অসুস্থ হয়ে পড়ে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুস্থ হয়ে পড়ায় পরিবার পরে গোটা ঘটনা জানতে পারে। 

এরপর রবিবার অশোকনগরে ওই যুবকের বাড়ি পৌঁছয় পরিবারের লোক। তবে যুবকের পরিবার সহ শাসক দল বিষয়টি শোনার পর আলোচনা করে ওই মেয়েটিকে সেই মুহূর্তে ঘরে তুলতে অস্বীকার করে। মেয়েটিকে তাঁর পরিবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে চাইলে তিনি জানান তিনি বাড়ি যাবেন না। যুবতীর পরিবার তাঁকে অশোকনগরে রেখে চলে আসেন। 

সোমবার সকালে দেগঙ্গায় অশোকনগরের থেকে অভিযুক্ত যুবকের পরিবারের লোকজন সহ কিছু মানুষ মেয়েটির বাড়ি গিয়ে হুমকি দিতে থাকে। এরপরে পরিবারের লোকজন বারাসাত মহিলা থানায় এসে অভিযোগ জানালে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। 

একই সঙ্গে ওই অভিযুক্তের ডাক্তারি পরীক্ষাও করানো হয়। পরিবারের লোকজন চরম শাস্তি দাবি করে ওই যুবকের।

TAGS:
POST A COMMENT
Advertisement