হিঙ্গলগঞ্জ থানা।-ফাইল ছবিঅষ্টম শ্রেণীর এক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার ঘটনা। গতকাল সোমবার দুপুর দেড়টা নাগাদ বছর ১৩ নাবালিকা বাড়িতে একা ছিল। মা বাবা না থাকায় সেই সুযোগে প্রতিবেশী বছর ২৩ যুবক ঘরে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শারীরিক অবনতি হলে বাড়িতে বাবা মা ফিরে আসলে পুরো ঘটনা জানায়।
নাবালিকাকে সঙ্গে নিয়ে সোজা বাবা-মা হিঙ্গলগঞ্জ থানায় এসে ওই যুবকের বিরুদ্ধে পকশো আইনে ধর্ষণের অভিযোগ করেন যুবক কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিল কয়েকদিন আগে বাড়িতে ফিরেছে তারপর সুযোগ বুঝে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ মঙ্গলবার ভোর বেলায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ ওই নাবালিকাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানোর জন্য আনা হয়েছে পাশাপাশি মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি দেবে।
অন্যদিকে ধূত যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশে হেফাজতের নেয়ার আবেদন জানিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।