TMC Berhampore: বহরমপুরে যুব তৃণমূলের সভাপতির গাড়ি লক্ষ্য করে পরপর গুলি, চাঞ্চল্য

বহরমপুরে যুব তৃণমূল কংগ্রেস সভাপতিকে খুনের চেষ্টা। সূত্রের খবর, শনিবার রাতে যুব তৃণমূলের সভাপতি-স্থানীয় নেতা পাপাই ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় পাপাই ঘোষ ও তাঁর গাড়ি চালকের।

Advertisement
বহরমপুরে যুব তৃণমূলের সভাপতির গাড়ি লক্ষ্য করে পরপর গুলি, চাঞ্চল্যভেঙে চায় স্করপিও গাড়ির কাঁচ।

বহরমপুরে যুব তৃণমূল কংগ্রেস সভাপতিকে খুনের চেষ্টা। সূত্রের খবর, শনিবার রাতে যুব তৃণমূলের সভাপতি-স্থানীয় নেতা পাপাই ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় পাপাই ঘোষ ও তাঁর গাড়ি চালকের।

শনিবার রাত ১১টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা। কাশিমবাজার রিং রোড এলাকা দিয়ে তাঁর গাড়ি আসছিল। সেই সময় হঠাৎ তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। দুই রাউন্ড গুলি ছোঁড়া হয়। বন্দুকের গুলিতে গর্ত হয়ে যায় গাড়ির কাঁচে। অল্পের জন্য পাপাই ঘোষ ও তাঁর গাড়ি চালক রক্ষা পান। 

এরপর বহরমপুর থানায় খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশকর্মীরা। 

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পাঠানো ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার এক পাশে দাঁড় করানো দুধ সাদা স্করপিও গাড়ি। গাড়ির পিছনের দরজার উপরের কাঁচে একটি বড় গর্ত। গাড়ির পিছনের সিটে ছড়িয়ে কাঁচের গুঁড়ো। দৃশ্যতই চিন্তিত পাপাই ঘোষ ও তাঁর পরিবার। 

এই ঘটনার পর বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পাপাই ঘোষ। এই ঘটনার পিছনে কারা জড়িত, তার তদন্তে নেমেছে পুলিশ।  

POST A COMMENT
Advertisement