হাড়হিম করা ঘটনা রাজ্যে। খেলার ঝামেলাকে কেন্দ্র করে দুই বাড়ির ঝামেলা শেষ পর্যন্ত গড়াল হাতাহাতিতে। ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে আঁশবটি দিয়ে একই পরিবারের ছ'জনকে কোপানোর অভিযোগ উঠেছে। দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চন্দনেশ্বর থানার মলি মুকুন্দী গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত দুই বাড়ির সন্তানের খেলাকে কেন্দ্র করে। জানা গেছে, হারান মোল্লার পরিবারের ছেলে ও লায়েপ মোল্লার পরিবারের ছেলেদের খেলতে গিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ঝামেলা মেটাতে গেলে লায়েপ মোল্লার পরিবারের লোকজন ধারালো অস্ত্র ও আঁশবটি নিয়ে লায়েপ মোল্লার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ। বঁটি নিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে।
এক সন্তান-সহ ছ'জনকে বেধড়ক মারধর করে কোপানো হয় বলে অভিযোগ। জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন স্থানীয় মানুষ। সন্তান সহ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে চন্দনেশ্বর থানার পুলিশ এলাকায় এসে ঘটনার তদন্ত শুরু করেছে।