Rakesh Singh Arrested: কসবার ফ্ল্যাট জবরদখল, হামলা-মারধর; সপুত্র গ্রেফতার BJP নেতা রাকেশ সিং

বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিজেপি নেতা রাকেশ সিং সপুত্র গ্রেফতার হন সোমবার। কসবার আবাসনে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরপরই রাতে পুলিশ রাকেশ ও তাঁর পুত্র শিবম সিংকে গ্রেফতার করে। 

Advertisement
কসবার ফ্ল্যাট জবরদখল, হামলা-মারধর; সপুত্র গ্রেফতার BJP নেতা রাকেশ সিং বিজেপি নেতা রাকেশ সিং

বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিজেপি নেতা রাকেশ সিং সপুত্র গ্রেফতার হন সোমবার। কসবার আবাসনে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরপরই রাতে পুলিশ রাকেশ ও তাঁর পুত্র শিবম সিংকে গ্রেফতার করে। 

কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয় রাকেশকে। এরপর জামিনে ছাড়াও পান। এবার কসবার ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগে ফের তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর নামে কসবার একটি ফ্ল্যাট জবরদখল করে রাখার অভিযোগ ওঠে। ওই ফ্ল্যাটের মালিক ও তাঁর পুত্রদের মারধরের অভিযোগ তোলে বিজেপি নেতা রাকেশ ও তাঁর ছেলেমেয়ের বিরুদ্ধে। এরপরই রাকেশের পাশাপাশি তাঁর ছেলেকেও গ্রেফতার করা হয়। তাঁর মেয়েকে আটক করে কসবা থানার পুলিশ।

অভিযোগে জানা যায়, রাকেশ সিং ও তাঁর ছেলে একটি আবাসনে ঢুকে তুমুল ঝামেলা করে। তাঁকে মারধরও করেন বলে অভিযোগ। আবাসনের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

স্থানীয় থানা সূত্রে খবর, রাকেশ ও তাঁর পুত্রও পাল্টা অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয়, কিছু দিন আগে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় রাকেশ ও শিবমের নাম উঠে এসেছিল। এর আগেও একাধিক কাণ্ডে গ্রেফতার হন রাকেশ ও তাঁর দুই পুত্র। এর আগে মাদক পাচারে নাম জড়ায় রাকেশের।
 

POST A COMMENT
Advertisement