সুপ্রিম কোর্টে ও হাইকোর্টের বিভিন্ন নজরদারির ও নিয়মের গেরোতে দীর্ঘদিন পরে ফের এসএসসি পরীক্ষা হতে চলেছে রবিবার, ৭ সেপ্টেম্বর৷ তার আগেই ফেসবুকে টাকা দিয়ে চাকরি করানোর বিভিন্ন উস্কানিমুলক পোস্ট করে গ্রেফতার হলেন এক ব্যক্তি৷ শাসকদল ও পুলিশের দাবি ওই ব্যক্তি বিরোধী দলের তথা বিজেপির কর্মী ৷ নিজেকে মুর্শিদাবাদ এলাকার পরিচয় দিয়ে ফেসবুক পোস্ট করা ব্যক্তি আসলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন এলাকার বাসিন্দা ছিলেন৷ সেখান থেকে বসে পরিকল্পিত ভাবে এই বিভ্রান্তিমূলক পোস্ট করছিল সে৷ পুলিশ তদন্তে নেমে শুক্রবার সন্ধের পর গ্রেফতার করেছে ৷
সম্প্রতি পুলিশের নজরদারিতে একটি ফেসবুক পোস্ট নজরে আসে, যেখানে অরিন্দম পাল নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর, পরীক্ষার দুদিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছে।
অরিন্দম পাল নামে একটি ফেসবুক ব্যবহারকারী পোস্টে লেখেন, "আমার বাড়ি মুর্শিদাবাদে। গত দু’দিন আগে আমার ফোন নম্বরে একটি ফোন আসে। জিজ্ঞেস করা হয়, এসএলএসটি পরীক্ষায় পাশ করে চাকরি করতে চাও? মোট ১৪ লাখ টাকা লাগবে। প্রশ্নপত্র দু’দিন আগে পেয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে পরীক্ষার দু’দিন আগে বর্ধমান প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিয়ে যাবে। সেগুলো মুখস্থ করতে হবে। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও দেবে। তার পর দিন ৫০ হাজার দিতে হবে। ইন্টারভিউয়ের সময় ৪ লক্ষ টাকা লাগবে। আর বাকি টাকা চাকরি পাওয়ার পরে। তাহলে কি এ বার এভাবে প্রতারণা হবে? প্রশ্নপত্র লিক হয়ে যাবে?"
বিষয়টি নজরে আনা আসার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে ও তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতের এবং ওই ব্যক্তিটি বিজেপি রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করতে এবং সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের মধ্যে প্রশাসন - সরকারি পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপচেষ্টা করে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে আবেদন করা হচ্ছে যে, এইরকম মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় যেকোনো ক্ষেত্রে যথেচ্ছভাবে পোস্ট করবেন না ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকুন, যা আপনাকে আইনত ব্যবস্থার সম্মুখীন করতে পারে।
এই বিষয়ে শাসকদলের পক্ষ থেকে দাবি- যিনি এই কাজ করেছেন তিনি বিজেপি কর্মী। এদের উদ্দেশ্য একটাই এইসব করে বাংলাকে হেয় করা।
এই ঘটনায় বিজেপির দাবি- যিনি এই কাজ করেছেন তিনি বিজেপি দলের নয়। আর এই পোস্টকে আমরা সমর্থন করি না। এর পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে।