Jayanagar Minor Girl Murder: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশকে ঝাঁটাপেটা জনতার

টিউশন থেকে ফিরতে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। জয়নগরে ধুন্ধুমার। পুলিশের কাছে এফআইআর করতে গেলে তা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ জনতা থানায় ভাঙচুর চালায়। কুলতলির মহিষমারি হাট সংলগ্ন কৃপাখালি এলাকার ঘটনা। ঘটনায় গ্রেফতার ১।

Advertisement
জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশকে ঝাঁটাপেটা জনতারকুলতলির মহিষমারিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ

টিউশন থেকে ফিরতে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। জয়নগরে ধুন্ধুমার। পুলিশের কাছে এফআইআর করতে গেলে তা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ জনতা থানায় ভাঙচুর চালায়। কুলতলির মহিষমারি হাট সংলগ্ন কৃপাখালি এলাকার ঘটনা। ঘটনায় গ্রেফতার ১।
 
ওই নাবালিকা টিউশন থেকে ফেরার পথে ধর্ষণ করে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন আছে। টিউশন পড়ে বাড়ি ফিরছিল নাবালিকা, সেই সময় ঘটনা ঘটে বলে অনুমান। গতকাল রাত থেকে নিখোঁজ ছিল, আজ সকালে তার দেহ উদ্ধার হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই নাবালিকার পরিবার কুলতলির মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদেরকে হেনস্থা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। 


জয়নগর থানায় মৃতের পরিবারের লিখিত অভিযোগ দায়ের করে। তাঁরা দাবি করেন প্রথমে মহিষমারিতে অভিযোগ জানাতে গিয়েছিল পরিবার। সেখানে এফআইআর না করা হলে তাদের জয়নগর থানায় যেতে বলা হয়। পরিবারের অভিযোগ, পুলিশ দেরিতে তদন্ত শুরু করে, নাহলে মেয়েটিকে বাঁচানো যেত। রাতে তদন্ত শুরু করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় এক যুবক সাইকেলে করে শিশুটিকে নিয়ে যাচ্ছেন। ওই যুবককে রাতেই আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

জয়নগর কুলতলির রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকা রণক্ষেত্রের পরিস্থিতি নেয়। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ, ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যক পুলিশ এলাকায় পৌঁছয়।

POST A COMMENT
Advertisement