Mysterious Death: বস্তা খুলতেই বেরোল প্রবীণ দম্পতির নলিকাটা দেহ, বর্ধমানের মেমারিতে হাড়হিম ঘটনা

বস্তার মধ্যে থেকে প্রবীণ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল পূর্ব বর্ধমানের মেমারিতে। বুধবার তাঁদের বাড়ির সামনে থেকেই বস্তাবন্দি অবস্থায় দেহগুলি উদ্ধার করা হয়। ওই দম্পতির নলিকাটা দেহ উদ্ধার করা হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খুন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্তের শুরু করেছে পুলিশ। 

Advertisement
বস্তা খুলতেই বেরোল প্রবীণ দম্পতির নলিকাটা দেহ, বর্ধমানের মেমারিতে হাড়হিম ঘটনাপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • বস্তার মধ্যে থেকে প্রবীণ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল পূর্ব বর্ধমানের মেমারিতে।
  • বুধবার তাঁদের বাড়ির সামনে থেকেই বস্তাবন্দি অবস্থায় দেহগুলি উদ্ধার করা হয়।
  • ওই দম্পতির নলিকাটা দেহ উদ্ধার করা হয়েছে।

বস্তার মধ্যে থেকে প্রবীণ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল পূর্ব বর্ধমানের মেমারিতে। বুধবার তাঁদের বাড়ির সামনে থেকেই বস্তাবন্দি অবস্থায় দেহগুলি উদ্ধার করা হয়। ওই দম্পতির নলিকাটা দেহ উদ্ধার করা হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খুন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্তের শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম মুস্তাফিজুর রহমান (৬৬) ও প্রৌঢ়া মমতাজ পারভিন (৫৬)। ওই দম্পতির ছেলে নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

স্থানীয়দের একাংশ জানিয়েছেন, বুধবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় বস্তাটি দেখতে পান। সন্দেহ হওয়ায় বস্তাটি খোলেন তাঁরা। বস্তা খুলতেই হাড়হিম হয় বাসিন্দাদের। গলার নলিকাটা অবস্থায় জোড়া দেহ দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভিতরে খুন করে দেহগুলি বাড়ির বাইরের রাস্তায় ফেলা হয়। পুলিশ সূত্রে খবর, ছেলে আসিফকে নিয়ে থাকতেন ওই দম্পতি। এই ঘটনার পর থেকে খোঁজ মিলছে না আসিফের। কে বা কারা খুন করল এবং ছেলের কোনও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

POST A COMMENT
Advertisement