Budge Budge Shootout : আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে বজবজে গুলিবিদ্ধ সাক্ষী, প্রকাশ্যে CCTV ফুটেজ

এদিন বজবজের দিক থেকে চড়িয়ালের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সূত্রের খবর, পুরনো একটি মামলায় আলিপুর আদালতে সাক্ষী দিয়ে ফিরছিলেন তিনি। অভিযোগ, ঠিক সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী বজবজের দিক থেকে এসে গুলি করে তাঁকে। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে লুটিয়ে পড়েন তিনি। 

Advertisement
বজবজে গুলিবিদ্ধ সাক্ষী, প্রকাশ্যে CCTV ফুটেজপ্রতীকী ছবি
হাইলাইটস
  • বজবজে শ্যুটআউট
  • গুলিবিদ্ধ ব্যক্তি
  • এসএসকেএম-এ স্থানান্তরিত

ভরদুপুরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন বাইক চালক। বুধবার ঘটনাটি ঘটেছে বজবজ ট্রাঙ্ক রোডে কচ বেলতলা মোড়ের কাছেই। দ্রুত গুলিবিদ্ধ ব্যক্তিকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, এদিন বজবজের দিক থেকে চড়িয়ালের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সূত্রের খবর, পুরনো একটি মামলায় আলিপুর আদালতে সাক্ষী দিয়ে ফিরছিলেন তিনি। অভিযোগ, ঠিক সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী বজবজের দিক থেকে এসে গুলি করে তাঁকে। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে লুটিয়ে পড়েন তিনি। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। দ্রুত ওই গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে, কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। 

এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, পাশাপাশি দু'টি বাইক যাচ্ছে। একসময় একটি বাইক থেকে অপর বাইকের চালককে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। ঠিক কী কারণে কে বা কারা ওই ব্যক্তির ওপরে হামলা চালালো, তা খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে যে মামলার সাক্ষী দিয়ে তিনি ফিরছিলেন, তার জেরে, না কি অন্য কারণে এই ঘটনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন - মদের সঙ্গে এই খাবারগুলি ছুঁলেই সর্বনাশ, জেনে নিন কী কী খাবেন?

 

POST A COMMENT
Advertisement