Chattishgarh: ছত্তিশগড়ে ২ বোনকে গণধর্ষণের অভিযোগ, বিজেপি নেতার ছেলে-সহ গ্রেপ্তার ১০

ছত্তিশগড়ের রায়পুরে ২ বোনকে গণধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার বিজেপি নেতার ছেলে-সহ মোট ১০ জন।  রাখী পূর্ণিমা সেরে দুই বোন বাড়ি ফিরছিলেন। জানা গেছে, ওই দুই যুবতীর একজনের বাগদত্তাও তাঁদের সঙ্গে ছিলেন। অভিযোগ, সেই সময় ফেরার পথে দুই বোনকে গণধর্ষণ করে ১০ যুবক।

Advertisement
ছত্তিশগড়ে ২ বোনকে গণধর্ষণের অভিযোগ, বিজেপি নেতার ছেলে-সহ গ্রেপ্তার ১০প্রতীকী ফাইল ছবি
হাইলাইটস
  • ছত্তিশগড়ের রায়পুরে ২ বোনকে গণধর্ষণের অভিযোগ
  • গ্রেপ্তার বিজেপি নেতার ছেলে-সহ মোট ১০ জন
  •  রাখী পূর্ণিমা সেরে দুই বোন বাড়ি ফিরছিলেন

Chattishgarh: ছত্তিশগড়ের রায়পুরে ২ বোনকে গণধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার বিজেপি নেতার ছেলে-সহ মোট ১০ জন।  রাখী পূর্ণিমা সেরে দুই বোন বাড়ি ফিরছিলেন। জানা গেছে, ওই দুই যুবতীর একজনের বাগদত্তাও তাঁদের সঙ্গে ছিলেন। অভিযোগ, সেই সময় ফেরার পথে দুই বোনকে গণধর্ষণ করে ১০ যুবক। ঘটনায় অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্ত শুরু হয়েছে। 

রাখি পূর্ণিমার দিন। পুলিশ জানিয়েছে, দুই বোন ও এক যুবক বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁদের পথ আটকায় তিন যুবক। অভিযোগ তারা, যুবতীদের টাকা ও  মোবাইল কেড়ে নেয়। ঠিক সেই সময় ঘটনাস্থলে আসে আরও ৭ যুবক। তারা সবাই বাইকে ছিল। অভিযোগ, তারপরই শুরু হয় শারীরিক অত্যাচার। প্রথমে অভিযুক্তরা দুই বোনকে রাস্তা থেকে নির্জন জায়গায় টেনে নিয়ে যায়। তাতে বাধা দিলে বাগদত্তা যুবককে বেধড়ক মারধর করা হয়। সেই যুবক রাস্তাতেই পড়ে থাকেন। এমতাবস্থায়, অভিযুক্ত ১০ জন দুই বোনকে গণধর্ষণ করে। তারপর তারা পালিয়ে যায়। 

এদিকে ঘটনার পর থানায় যান নির্যাতিতারা। তাঁরা ১০ যুবেকর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় বিজেপি নেতার ছেলে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ১০ জনকেই গ্রেপ্তার করে।  


অভিযুক্তদের আগে থেকে ক্রিমিনাল রেকর্ড ছিল। এদের মধ্যে পুনম ঠাকুর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল। পুনম ঠাকুর স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মী নারায়ণ সিংয়ের ছেলে।

যদিও ছত্তিশগড়ে এমন ঘটনা নতুন নয়। কয়েক মাস আগেই এরকমই এক নির্মম ঘটনার সাক্ষী থেকেছিল সেই রাজ্য। সেবার  সুকমা জেলায় ৬ বছরের একটি শিশুকে ধর্ষণ করেছিল ইরাবরের এক বাসিন্দা। আবার বস্তারে গ্রামের মেলা দেখতে গিয়ে ২৪ বছর বয়সী এক মহিলাকে নাবালিকাসহ ৭ জন মিলে গণধর্ষণ করেছিল।

POST A COMMENT
Advertisement