scorecardresearch
 

Child Sold For iPhone: আইফোন কিনতে আটমাসের শিশুপুত্রকে বেচে দিল পানিহাটির দম্পতি

Child Sold For iPhone: সোশ্যাল মিডিয়ায় Reels বানানোর শখ আর তার জন্য চাই iphone 14। আর আইফোন কেনার টাকা জোগাতে নিজের ৮ মাসের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে।

Advertisement
আইফোন কিনতে আটমাসের শিশুপুত্রকে বেচে দিল পানিহাটির দম্পতি। আইফোন কিনতে আটমাসের শিশুপুত্রকে বেচে দিল পানিহাটির দম্পতি।
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় Reels বানানোর শখ আর তার জন্য চাই iphone 14।
  • আর আইফোন কেনার টাকা জোগাতে নিজের ৮ মাসের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে।

Child Sold For iPhone: সোশ্যাল মিডিয়ায় Reels বানানোর শখ আর তার জন্য চাই iphone 14। আর আইফোন কেনার টাকা জোগাতে নিজের ৮ মাসের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার পানিহাটির গান্ধীনগর এলাকায়। দামি iphone 14 কিনে রিল শ্যুট করার জন্য ওই শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পানিহাটির এক দম্পতির বিরুদ্ধে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ঘটনায় গান্ধীনগরের ওই দম্পতি এবং যে মহিলা ওই শিশুটিকে কিনেছিলেন, তাদের দুই পক্ষের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেব ও সাথী নামের ওই দম্পতির একটি ৭ বছরের মেয়ে আর একটি ৮ মাসের ছেলে রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে রিল বানানোর পরিকল্পনা ছিল ওই দম্পতির। এর জন্য তাঁদের একটি iphone 14 দরকার ছিল। অভিযোগ, সেই iphone 14 কেনার টাকা জোগার করতেই নিজেদের আটমাসের শিশুকে বিক্রি করে দেন ওই দম্পতি। 
 

আরও পড়ুন

Advertisement