Delhi Police Busted Extortion Racket: দিল্লিতে এক প্রোমোটারের কাছ থেকে ৫ কোটি টাকা তোলা চাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে শুটার, অস্ত্র সরবরাহকারী, অর্থদাতা ও অপারেশন চালানোর লোক। এই চক্রটি বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলে সন্দেহ।
ঘটনা শুরু হয় ১৪ সেপ্টেম্বর রাতে। দিল্লির নরেলা এলাকায় এক প্রোমোটারের অফিসের সামনে গুলি চালায় দুই দুষ্কৃতি। অফিসের সামনে পড়ে থাকতে দেখা যায় চারটি কার্তুজ। কিছুক্ষণ পর প্রোমোটারকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ৫ কোটি টাকা দাবি করা হয়। না দিলে প্রাণে মারার হুমকি দেয় চক্রটি।
এই ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশ। তদন্তে উঠে আসে, এই পুরো চক্রটি চালাচ্ছিল এক ব্যক্তি, যার নাম 'জোরা'। সে নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে পরিচয় দিত। পুলিশ জানিয়েছে, জোরা বর্তমানে বিদেশে, সম্ভবত অস্ট্রেলিয়ায় রয়েছে। সে VPN ব্যবহার করে ভারতে যোগাযোগ করত এবং শুটারদের টার্গেটের ছবি, ঠিকানা পাঠিয়ে দিত।
পুলিশ জানিয়েছে, ধৃত শুটারদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র, মোবাইল ফোন, মোটরবাইক ও একটি আইপ্যাড। ওই আইপ্যাডেই ছিল অপারেশন সংক্রান্ত তথ্য।
এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়া তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন, বিদেশে বসে আর কারা এই চক্রে যুক্ত আছে এবং কীভাবে টাকা লেনদেন হচ্ছিল।
পুলিশের দাবি, এই ঘটনা প্রমাণ করে, গ্যাংস্টাররা এখন বিদেশে বসেও ভারতে অপরাধ চালাতে সক্ষম হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে অপরাধের ধরন বদলে গেছে। তবে পুলিশও সেই প্রযুক্তি ব্যবহার করেই চক্রটির পিছনে হাত বাড়াচ্ছে।