Crime in Bengal: ৮ বছরের বালককে খুন করল ১২ বছরের কিশোর? বাগদায় ভয়াবহ ঘটনা

৮ বছরের বালককে খুনের অভিযোগ উঠল ১২ বছর বয়সী তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কুলিয়া গ্রামে। অভিযুক্ত নাবালককে আটক করা হয়েছে। তাকে জুভেনাইল আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
৮ বছরের বালককে খুন করল ১২ বছরের কিশোর? বাগদায় ভয়াবহ ঘটনাপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • ৮ বছরের বালককে খুনের অভিযোগ উঠল ১২ বছর বয়সী তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে।
  • ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কুলিয়া গ্রামে।
  • অভিযুক্ত নাবালককে আটক করা হয়েছে।

৮ বছরের বালককে খুনের অভিযোগ উঠল ১২ বছর বয়সী তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কুলিয়া গ্রামে। অভিযুক্ত নাবালককে আটক করা হয়েছে। তাকে জুভেনাইল আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলতে গিয়েছিল ৮ বছরের বালক। পরে তার খোঁজ পাওয়া যায়নি। বালকের খোঁজ শুরু করেন তার পরিবারের সদস্যরা। পরে একটি পুকুর থেকে বালকের দেহ উদ্ধার করা হয়। ওই বালককে হাসপাতালে নিয়ে গেলে 
চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

পরিবারের অভিযোগ, তাদের ছেলের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।  প্রতিবেশী নাবালক তাকে মারধর করে মেরে ফেলেছে বলে অভিযোগ। প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বালকের পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্ত নাবালককে আটক করে শুক্রবার জুভেনাইল আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ । 

অভিযুক্ত নাবালকের ঠাকুমা জানিয়েছেন, ওই বালক তাঁদের বাড়িতে খেলতে এসেছিল । কিন্তু কী করে এমন হল বুঝতে পারছি না। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

POST A COMMENT
Advertisement