Saif Ali Khan: সইফকে ছুরি মারা যুবক বাংলাদেশিই, জানা গেল আসল নাম-ধাম

বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপরে হামলার ঘটনায় ধৃত মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ একজন বাংলাদেশি বলে প্রমাণ পাওয়া গিয়েছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তার বাংলাদেশি আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স খুঁজে পেয়েছে।

Advertisement
সইফকে ছুরি মারা যুবক বাংলাদেশিই, জানা গেল আসল নাম-ধামসইফকে ছুরি মারা যুবক বাংলাদেশিই, জানা গেল আসল নাম-ধাম
হাইলাইটস
  • এই ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
  • জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশি উচ্চারণে হিন্দি বলছে

বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপরে হামলার ঘটনায় ধৃত মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ একজন বাংলাদেশি বলে প্রমাণ পাওয়া গিয়েছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তার বাংলাদেশি আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স খুঁজে পেয়েছে। এতে তার নাম শরিফুল ইসলাম লেখা রয়েছে। তার বাবার নাম মহম্মদ রুহুল আমিন। তার বয়স ৩১ বছর হিসাবে রেকর্ড করা হয়েছে। গত রবিবার বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম শাহজাদ মহম্মদ রোহিল্লা আমিন ফকিরকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বিজয় দাস নাম নিয়ে অবৈধভাবে বসবাস করছিল সে।

শরিফুল বাংলাদেশের বরিশালের বাসিন্দা। গত পাঁচ মাস ধরে মুম্বইয়ে ছিল সে। তিনি একটি হাউসকিপিং এজেন্সিতে চাকরি করত। মুম্বই পুলিশ জানিয়েছে, শরিফুল ইসলাম সাত মাস আগে ডাউকি নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। প্রথম কয়েক সপ্তাহ সে পশ্চিমবঙ্গে ছিল। তারপর চাকরির খোঁজে মুম্বই চলে আসে। স্থানীয় এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে সিম কার্ড কেনে সে। খুকুমনি জাহাঙ্গির সেখের নামে তার সিমকার্ড কেনা হয়।

এই ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে, যেখানে তাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুম্বইয়ের কালিনায় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এই নথিগুলি খতিয়ে দেখবে। শরিফুলকে গ্রেফতারের পর তার মোবাইল ফোন, পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যাবে।

মুম্বইয়ের এক পুলিশ কর্তা বলেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ভাষাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তদন্তকারীরা। কারণ জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশি উচ্চারণে হিন্দি বলছে।

POST A COMMENT
Advertisement