Surat Shampoo Scam: নকল শ্যাম্পুতে বিষ! সুরতে ১৬ লক্ষ টাকার 'ফেক হেড অ্যান্ড শোল্ডার্স' ফাঁস

Surat Shampoo Scam: সুরতের আমরোলিতে ৮ বছর ধরে চলছিল নকল হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পুর কারবার। পুলিশের হানায় উদ্ধার হল ১৬.৩৯ লক্ষ টাকার ভুয়ো পণ্য। জড়িত ব্যক্তি শুধুমাত্র ১২ হাজার টাকা বেতনের ক্লার্ক! এই ঘটনায় প্রশ্ন — আপনি কী সত্যিই আসল প্রোডাক্টই ব্যবহার করছেন?

Advertisement
নকল শ্যাম্পুতে বিষ! সুরতে ১৬ লক্ষ টাকার 'ফেক হেড অ্যান্ড শোল্ডার্স' ফাঁসনকল শ্যাম্পুতে বিষ! সুরতে ১৬ লক্ষ টাকার 'ফেক হেড অ্যান্ড শোল্ডার্স' ফাঁস

Surat Shampoo Scam: আপনি হয়তো ভাবছেন হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু ব্যবহার করছেন, কিন্তু আদৌ কি তাই? সুরতের আমরোলি এলাকায় ৮ বছর ধরে অনলাইনে বিক্রি হচ্ছিল দেখতে এক, গন্ধে এক — অথচ ভেতরে বিষাক্ত নকল হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু।

একজন সেলস অফিসারের সন্দেহ থেকেই ফাঁস গোটা চক্র। আমরোলি থানায় অভিযোগ দায়েরের পরেই হানা দেয় পুলিশ। ‘ভারিয়াভ টি পয়েন্ট’-এর কাছে এক গুদাম থেকে উদ্ধার হয় ১৬ কার্টন ভর্তি নকল শ্যাম্পু, স্টিকার, প্যাকিং উপকরণ — সব মিলিয়ে মূল্য প্রায় ₹১৬,৩৯,০০০।

প্রথম ধরা পড়ে হিতেশ ধীরুভাই শেঠ, এক সাধারণ ১২ হাজার টাকা বেতনের ক্লার্ক। কিন্তু তদন্তে উঠে আসে দুই আসল মাথা — ড্যানিশ বিরানি এবং জ্যামিন গাবানি। এরা হুবহু আসলের মতো বোতল বানিয়ে, অনলাইন অফারে “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি” চালিয়ে বছরের পর বছর মানুষের বিশ্বাস বিক্রি করছিল।

চিহ্নিত গলদ — বোতলে নেই ম্যানুফ্যাকচারিং ডেট, ব্যাচ নম্বর বা কোম্পানির সিল। এখান থেকেই সন্দেহ শুরু করে হেড অ্যান্ড শোল্ডার্স কর্তৃপক্ষ।

তাই সাবধান হোন! যে প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন তা আসল না নকল — যাচাই করুন প্রতিবার। কম দামে বা অফারে পাওয়া প্রসাধনী পণ্য ব্যবহার করার আগে খুঁটিয়ে দেখুন প্যাকিং, ব্যাচ নম্বর ও কোম্পানির অফিসিয়াল মার্ক।
 

 

POST A COMMENT
Advertisement