Nadia Crime News: মেয়েকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। নদীয়ার ধুবুলিয়া থানার মায়াকুল এলাকার ঘটনা। অভিযুক্ত বুদ্ধ দেব ঘোষ ওরফে বুদু ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে মায়াকুল এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রী হঠাৎ বাপের বাড়ি গিয়েছিলেন। এদিকে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে বুদু ঘোষ মেয়ের কাছে স্ত্রীর খোঁজ নেয়। মেয়ে জানায়, তার মা মামার বাড়ি গিয়েছেন। এরপরই অভিযুক্ত তার মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়।
অভিযোগ, এরপর বুদু ঘোষ প্রথমে রাস্তায় মেয়েকে আছাড় মারেন। এরপর জলঙ্গি নদীর ব্রিজ থেকে সরাসরি জলে ফেলে দেন। স্থানীয়রা এই ঘটনার খবর পেয়ে দ্রুত ধুবুলিয়া থানায় গিয়ে পুলিশকে পুরো বিষয়টি জানায়। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় বুদু ঘোষ মেয়েকে খুনের কথা স্বীকার করে নেয়।
এদিকে শিশুর দেহ উদ্ধারে তদন্তে নামে ধুবুলিয়া থানার পুলিশ। কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের নিচে নদী থেকে চার বছরের শিশুকন্যার নিথর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহ পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ধুবুলিয়া থানার পুলিশ এই মর্মান্তিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই নির্মম হত্যার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।