
হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি টাকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকা। শনিবার আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স উইং-এর কাছে গোপন সূত্রে খবর আসে। তাঁরা জানতে পারেন, পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা রয়েছে। তখনই হাতেনাতে তাকে ধরার প্ল্যান ছকে ফেলেন গোয়েন্দারা।
পরিকল্পনামাফিক রবিবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছে যায় RPF-এর একটি বিশেষ টিম। স্টেশনে ট্রেনের যাত্রীদের ওপর নজরদারি শুরু হয়। কিন্তু পুরোটাই এমনভাবে করা হয়, যাতে কারও বিন্দুমাত্র সন্দেহ না তৈরি হয়।
এরপর জনশতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকতেই কড়া নজর রাখতে শুরু করে আরপিএফ। সেই সময়েই কালো জ্যাকেট পরা এক যাত্রীকে সন্দেহজনকভাবে নামতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আরপিএফ জওয়ানরা তাঁকে আটক করেন। শুরু হয় তল্লাশি।
জানা গিয়েছে, তল্লাশিতে অভিযুক্তের ব্যাকপ্যাক এবং ট্রাউজারের পকেট থেকে সব মিলিয়ে ২ লক্ষ ৮৯ হাজার মার্কিন ডলার, ৫২,৫০০ সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুর ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় হিসাব করলে এর মোট মূল্য ২ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা।
ধৃতের নাম হেমন্ত কুমার পান্ডে। আরপিএফ সূত্রে খবর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসছিলেন ওই ব্যক্তি। কিন্তু সঙ্গে এত বিদেশি টাকা কেন? এর কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি অভিযুক্ত। এত বিপুল পরিমাণ টাকার কোনও বৈধ নথিও তিনি দেখাতে পারেননি। এরপর আরপিএফ সেই টাকা বাজেয়াপ্ত করে। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই টাকা গোরক্ষপুরের এক ফরেন এক্সচেঞ্জ অপারেটরের কাছ থেকে আনা হয়েছে। গন্তব্য ছিল কলকাতার পার্ক স্ট্রিট। সেই কারণেই ট্রেনে করে টাকা নিয়ে হাওড়া স্টেশনে নেমেছিলেন অভিযুক্ত। ইতিমধ্যেই ধৃতকে আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।
রিপোর্টার : বৈদ্যনাথ ঝা