Firing on TMC Leader Car: কালীঘাট থেকে ফিরছিলেন, বেলুড়ে তৃণমূল নেতার গাড়িতে 'গুলি'

তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি। বেলুড়ে জিটি রোডে তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্রের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বুধবার রাতে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে রাতে ফিরছিলেন তিনি। সঙ্গে নিরাপত্তা রক্ষীও ছিলেন। ফেরার পথে হামলা হয় বলে অভিযোগ। গাড়ির কাচে গুলি লেগে চুরচুর করে ভেঙে যায়। 

Advertisement
কালীঘাট থেকে ফিরছিলেন, বেলুড়ে তৃণমূল নেতার গাড়িতে 'গুলি'প্রতীকী ছবি

তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি। বেলুড়ে জিটি রোডে তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্রের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বুধবার রাতে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে রাতে ফিরছিলেন তিনি। সঙ্গে নিরাপত্তা রক্ষীও ছিলেন। ফেরার পথে হামলা হয় বলে অভিযোগ। গাড়ির কাচে গুলি লেগে চুরচুর করে ভেঙে যায়। 

রাতের অন্ধকারে কারা হামলা চালায় তা দেখা যায়নি। জানা যায়, কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন তিনি। পুজো দিয়ে ফেরার সময় লিলুয়ার বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় পিছন দিক থেকে দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।

কারা এই ঘটনা ঘটালো তা তদন্ত শুরু করছে পুলিশ। কোনও রাজনৈতিক চক্রান্ত ছিল কিনা তা দেখা হচ্ছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। কৈলাস অভিযোগ করেন, পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে।

ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। ঘটনা ঘটার পরই রাতেই হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ওই নেতা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শুধু এই ঘটনাই নয়, বুধবার নদিয়ার কালীগঞ্জের পালিতবেগিয়াতেও গুলি চালানোর খবর আসে। জানা যায়, তৃণমূল-সিপিএম সংঘর্ষে গুলি চলে। হাতে গুলি লেগে জখম হন সিপিএম কর্মী। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

POST A COMMENT
Advertisement