Representative Image নিজে হাতে স্ত্রী-কে খুনের পর তার দেহ রাস্তায় ফেলে রাখল এক ব্যক্তি। এমনভাবে রাস্তায় মৃতদেহ রেখে দিল যাতে দেখে মনে হয় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। খুনের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। তদন্তকারীদের প্রাথমিকভাবে অনুমান, ওয়েব সিরিজ দেখে স্ত্রী-কে খুনের পরিকল্পনা করে সেই ব্যক্তি। আর তা রূপায়ণও করে।
ঘটনা গোয়ালিয়রের। পুলিশ সেই মহিলার দেহ রাস্তা থেকেই উদ্ধার করে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করেছিলেন, পথ দুর্ঘটনাতেই মৃত্যু। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর জানা যায়, আঘাত করে মারা হয়েছে মহিলাকে। তারপরই পুলিশের তরফে মৃতার স্বামীর বিরুদ্ধে FIR করা হয়। তাকে ও পরিবারের আরও ৩ সদস্যকে গ্রেফতারও করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি গোয়ালিয়রের কাম্পু থানা এলাকার শেতলা রোডে ২২ বছর বয়সী এক মহিলার দেহ উদ্ধার হয়। তাঁর স্বামী প্রদীপ গুর্জরও সেই সময় ঘটনাস্থলে ছিল। তবে তার সামান্য আঘাত লাগে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রদীপ জানায়, তারা পথ দুর্ঘটনার শিকার। কিন্তু তদন্তকারীরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে গিয়ে ওই ব্যক্তির কথায় অসঙ্গতি পান।
এরই মধ্যে মৃতার পরিবারের সদস্যরা পুলিশকে জানান, পণের জন্য তাঁদের মেয়ের উপর অত্যাচার চালানো হত। ফরেন্সিক টেস্টেও খুনের প্রমাণ মেলে। চাপ বাড়ে প্রদীপের উপর। সে স্বীকার করে নেয় খুনের কথা। এও জানায়, ওয়েব সিরিজ দেখে সে খুনের পরিকল্পনা করেছে।
এরপর পুলিশ প্রদীপের বাড়ির তিনজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুনের সঙ্গে আরও কে কে জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।