Hindmotor Station Crime: তরুণির নাক কেটে দিল মহিলা, হিন্দমোটর স্টেশনে যাত্রীদের রক্তারক্তি কাণ্ড

স্টেশন চত্বরে তিন যাত্রীর চরম চুলোচুলি পরিণত হল রক্তারক্তি কাণ্ডে। ঝগড়া করতে করতে স্টেশনে আসছিলেন তিন মহিলা। অশান্তি সপ্তম সুরে পৌঁছতেই ছুরির কোপে তরুণির নাক কেটে দিলেন মহিলা।

Advertisement
তরুণির নাক কেটে দিল মহিলা, হিন্দমোটর স্টেশনে যাত্রীদের রক্তারক্তি কাণ্ডহিন্দমোটর
হাইলাইটস
  • স্টেশন চত্বরে তিন যাত্রীর চরম চুলোচুলি পরিণত হল রক্তারক্তি কাণ্ডে
  • ঝগড়া করতে করতে স্টেশনে আসছিলেন তিন মহিলা
  • অশান্তি সপ্তম সুরে পৌঁছতেই ছুরির কোপে তরুণির নাক কেটে দিলেন মহিলা

Hindmotor Station Attack: স্টেশন চত্বরে তিন যাত্রীর চরম চুলোচুলি পরিণত হল রক্তারক্তি কাণ্ডে। ঝগড়া করতে করতে স্টেশনে আসছিলেন তিন মহিলা। অশান্তি সপ্তম সুরে পৌঁছতেই ছুরির কোপে তরুণির নাক কেটে দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে হিন্দমোটর স্টেশনে। তড়িঘড়ি আহত তরুণীকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে আগেও চুলোচুলি হয়েছিল তাদের। মঙ্গলবার হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তিনজন মহিলার মধ্যে বচসা শুরু হয়। হঠাৎই একজন একটি ফল কাটার ছুরি বের করে আঘাত করেন তরুণিকে। কানে মুখে আঘাত লাগে। রক্তাক্ত হন তরুণি। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় জানান, মহিলারা ট্রেনের সহযাত্রী। শ্রমিকের কাজ করেন। কয়েকিদন ধরে নিজেদের মধ্যে কোনও বিষয় নিয়ে ঝামেলা চলছিল। নিজেদের মধ্যে বচসা হয়েছে আগেও।

ঘটনার প্রত্যক্ষদর্শী শম্ভু দাস বলেন, ওভার ব্রিজ থেকে ঝগড়া করতে করতে নামছিলেন তাঁরা। তিনজন ছিলেন। একজন মহিলা ছুরির কোপ মারে। নাক-কান কেটে যায় তরুণির। রেল পুলিশ উত্তরপাড়া হাসপাতালে পৌঁছে দু'জনকেই জিজ্ঞাসাবাদ করে। আক্রান্ত মহিলা রিমা সিং শ্রীরামপুরের বাসিন্দা। হামলাকারী করুণা দাস কুন্তিঘাটের বাসিন্দা।
 

POST A COMMENT
Advertisement