scorecardresearch
 

'মানব পাচারের ট্রানজিট পয়েন্ট বাংলা', বিস্ফোরক প্রধান বিচারপতি

হাইকোর্টের (HC) প্রধান বিচারপতি আরও বলেন, 'দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর থেকেই সবচেয়ে বেশি পাচার হয়। মূলত মুম্বই, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পুণে-সহ বিভিন্ন জায়গায় মানব পাচারের (Human Trafficking) উৎসই হল পশ্চিমবঙ্গ।' 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • 'মানব পাচারের ডেস্টিনেশান পয়েন্ট পশ্চিমবঙ্গ'
  • মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির
  • পাচার প্রবণ জেলাগুলির নামও উল্লেখ করলেন তিনি

'বাংলাদেশ (Bangladesh), নেপাল (Nepal) ও ভুটানের (Bhutan) সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকার কারণে মানব পাচারের ট্রানজিট ও গন্তব্যস্থল হল পশ্চিমবঙ্গ', মানব পাচার নিয়ে কলকাতা হাইকোর্ট অ্যান্ড লিগাল সার্ভিসেস কর্তৃক আয়োজিত এক সেমিনারে এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। 

হাইকোর্টের (HC) প্রধান বিচারপতি আরও বলেন, 'দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর থেকেই সবচেয়ে বেশি পাচার হয়। মূলত মুম্বই, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পুণে-সহ বিভিন্ন জায়গায় মানব পাচারের (Human Trafficking) উৎসই হল পশ্চিমবঙ্গ।' 

অন্যদিকে সুপ্রিম কোর্টের (SC) বিচারপতি ইউ ইউ ললিত বলেন, 'প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন মানব পাচার বন্ধ করতে সহায়ক ভূমিকা পালন করতে পারেন।' এদিনের অনুষ্ঠানে আরও বেশকয়কজন বিচারপতি ও আইন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝেমধ্যেই ওঠে নিখোঁজ ও পাচারের অভিযোগ। তারমধ্যে নাবালিকা কিশোরী বা তরুণীদের পাচারের অভিযোগ প্রায়শই শোনা যায়। সেক্ষেত্রে এদিন বিচারপতিদের বক্তব্য সেই অভিযোগগুলিতেই কার্যত শীলমোহর দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনউত্তর ২৪ পরগনায় অনুপ্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশিকে BJB-র হাতে তুলে দিল BSF

 

Advertisement