Murder in Bengal: স্ত্রীকে মেরে পুঁতে তার উপর বিছানা, দুই মেয়েকে নিয়ে ঘুমোলো বাবা, আউশগ্রামে মারাত্মক ঘটনা

জানা গিয়েছে, ৭ বছর আগে লক্ষ্মী হাঁসদার সঙ্গে বিয়ে হয় সোম হাঁসদার। তাদের দুই শিশুকন্যার একজনের বয়স ৬ বছর, অন্যজনের সাড়ে ৩ বছর। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। সেই সময়েই স্ত্রীকে খুন শাবল দিয়ে কুপিয়ে খুন করে সে।

Advertisement
স্ত্রীকে মেরে পুঁতে তার উপর বিছানা, দুই মেয়েকে নিয়ে ঘুমোলো বাবা, আউশগ্রামে মারাত্মক ঘটনাআউশগ্রামে হাড় হিম করা ঘটনা
হাইলাইটস
  • স্ত্রীর দেহ মাটিতে পুঁতে তার উপর বিছানা
  • 'ছেলেই বৌমাকে খুন করেছে'
  • তালা ভেঙে মাটিতে পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার

স্ত্রীকে খুন করে বাড়ির মধ্যেই মেঝেতে পুঁতে তার উপর বিছানা পেতে দুই শিশুকন্যাকে নিয়ে নাক ডেকে ঘুমলো স্বামী।  হাড় হিম করা ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রামে। সোম হাঁসদা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত মহিলার নাম লক্ষ্মী হাঁসদা (২৭)। দুই শিশুকন্যার সামনেই তাদের মাকে মাথায় শাবল দিয়ে মেরে মেরে থেঁতলে খুন করে সোম হাঁসদা।

স্ত্রীর দেহ মাটিতে পুঁতে তার উপর বিছানা

জানা গিয়েছে, ৭ বছর আগে লক্ষ্মী হাঁসদার সঙ্গে বিয়ে হয় সোম হাঁসদার। তাদের দুই শিশুকন্যার একজনের বয়স ৬ বছর, অন্যজনের সাড়ে ৩ বছর। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। সেই সময়েই স্ত্রীকে খুন শাবল দিয়ে কুপিয়ে খুন করে সে। বাইরে থেকে কেউ যাতে কিছু বুঝতে না পারে তার জন্য দরজায় তালা দিয়ে রাখে। স্ত্রীর দেহ ঘরেই মাটি খুঁড়ে পুঁতে দেয়। তার উপর বিছানা পাতে। দুই শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। 

'ছেলেই বৌমাকে খুন করেছে'

অভিযুক্তের মা পানমণি হাঁসদা স্বীকার করেছেন, ছেলেই বৌমাকে খুন করেছে। তিনি বলেন, 'ছেলে প্রত্যেক দিন মদ খেত। কাজকর্ম সে রকম কিছু করত না। এ নিয়ে বউমার সঙ্গে অশান্তি লেগেছিল।' তিনি জানান, মঙ্গলবার সকালে বাড়িতে কোথাও বউমাকে দেখতে না পেয়ে ছেলেকে জিজ্ঞাসা করেন। ছেলে জবাব দেয়, ‘মার খেয়ে পালিয়েছে।’

তালা ভেঙে মাটিতে পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তালা ভেঙে মাটিতে পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার করে। সোম হাঁসদাকে গ্রেফতার করে নিয়ে যায়। দুই শিশুকন্যাকেও থানায় নিয়ে যাওয়া হয় সাক্ষ্যদানের জন্য। আজ অর্থাত্‍ বুধবার সোম হাঁসদাকে আদালতে পেশ করা হয়। জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, পারিবারিক বিবাদে স্ত্রী খুন হয়েছে।

POST A COMMENT
Advertisement