রিহ্যাব সেন্টারের মালিককে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে নৃশংশ ভাবে খুন করা হল। ভয়াবহ ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। অভিযোগ, উত্তরপাড়ার একটি নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিকই খুনটি করেছে। দুই অভিযুক্তই পলাতক। উত্তরপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে শান্তিনগরে 'টাইম টু চেঞ্জ' নামক একটি নেশামুক্তি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। যাঁর মাথা শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করা হয়েছে, তাঁর নাম মদন রানা। উত্তরপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের প্রাক্তন স্বামী।
মদনকে শিলনোড়া দিয়ে থেঁতলে মারে
আজ অর্থাত্ শুক্রবার ভোররাতে নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে থেঁতলে মারে। তারপর আরও এক আবাসিককে মারধর করে পালিয়ে যায়। মদনের মা ও দিদি গিয়ে দেখেন, মদনের মাথা থেঁতলানো অবস্থায় রক্তে ভেসে যাচ্ছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেই মদনের মৃত্যু হয়।
মদন রানার বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ
এলাকাবাসী জানিয়েছে, মদন রানার বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ ছিল। গ্রেফতারও হয়েছিলেন। তিনি নিজেও নেশা করতেন। বছর পাঁচেক আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন। এক আবাসিকের কথায়, 'আমরা কুড়ি জনের মতো ওই নেশামুক্তি কেন্দ্রে থাকি। এদিন সকালে প্রার্থনার পর আমরা একটি ঘরে ছিলাম। বাইরে থেকে ঘর বন্ধ করে দেয় ওই ২ জন। তারপর আওয়াজ শুনে আমরা গেট ভেঙে ভিতরে ঢুকি। দেখি, দাদার মাথা থেঁতলে দিয়েছে। ধরতে গেলে আমাদের মেরে ওরা পালিয়ে যায়।'
আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল। তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন। তাই নিয়ে বচসা হয়। এদিন ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘরিয়া এলাকায় বলে জানা গিয়েছে।