Bangaon Murder: বনগাঁয় নেশার ঘোরে ছেলেকে খুন, হুঁশ ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন বাবা

নেশাগ্রস্ত ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেতলে খুন নেশাগ্রস্ত বাবার। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকায়। মৃত যুবকের নাম আশীষ বিশ্বাস। অভিযুক্ত বাবা অমল বিশ্বাস। নেশা কাটতেই কান্না ভেঙে পড়েছে বাবা।

Advertisement
বনগাঁয় নেশার ঘোরে ছেলেকে খুন, হুঁশ ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন বাবা প্রতীকী ছবি

নেশাগ্রস্ত ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেতলে খুন নেশাগ্রস্ত বাবার। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকায়। মৃত যুবকের নাম আশীষ বিশ্বাস। অভিযুক্ত বাবা অমল বিশ্বাস। নেশা কাটতেই কান্না ভেঙে পড়েছে বাবা। অভিযোগ নেশার ঘোরে সাংসারিক বিবাদ নিয়ে ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন করে ছেলেকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
  
স্থানীয়দের অভিযোগ এলাকায় চলছে রমরমিয়ে হেরোইন, গাঁজা, মদের কারবার চলে। পুলিশকে স্মারকলিপি দিয়ে বারবার জানিয়েও বন্ধ হয়নি। এলাকার যুবকরা সকলেই হেরোইনের নেশাগ্রস্ত হয়ে পড়েছে সে কারণেই ঘরে ঘরে অশান্তি শুরু হয়েছে। পুলিশের উপর একাধিক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

শুক্রবার সন্ধেয় নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে বাবা। প্রতিবেশীদের দাবি বাবা বোবা ছিলেন। মস্তিষ্ক বিকৃতি রয়েছে। ছেলে ঘুমিয়ে ছিল, সেই সময় ছেলের উপর চড়াও হয় বাবা। নিজের হুঁশে না থাকায় ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন করে বলে বাবার বিরুদ্ধে অভিযোগ। এমনকি ছেলেটিও নেশাগ্রস্ত ছিলেন বলে প্রতিবেশীদের অভিযোগ।

কী কারণে খুন তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। যে হারে ওই এলাকায় নেশায় জড়িয়ে পড়ছেন তাতে পুরো পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। তবুও এ বিষয়ে কোনও পদক্ষেপই নিচ্ছে না পুলিশ।

রক্তাক্ত অবস্থায় আশিসকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

POST A COMMENT
Advertisement