Jadavpur Attempted Rape: 'জোর করে আমাকে টেনে ঘরে ঢোকাল, তারপর...', যাদবপুরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনা নিয়ে শোরগোল। ছাত্রীর অভিযোগ, তাঁরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলেন। সেখানেই একজন তাঁকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement
'জোর করে আমাকে টেনে ঘরে ঢোকাল, তারপর...', যাদবপুরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতীকী ছবি
হাইলাইটস
  • দবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
  • ঘটনা নিয়ে শোরগোল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনা নিয়ে শোরগোল। ছাত্রীর অভিযোগ, তাঁরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলেন। সেখানেই একজন তাঁকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

গত ১০ জুলাই  FIR করা হয়েছে অভিযুক্তের নামে। সম্প্রতি রেকর্ড করা হয়েছে অভিযোগকারিণীর বয়ানও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মণির মল্লিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই বিষয়ে গল্পগ্রিন থানার ওসি করুণা শংকর সিং জানান, 'অভিযোগ পেয়েছি। তদন্তও শুরু হয়েছে। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনই কিছু বলছি না। অভিযুক্তের খোঁজ চলছে। ধরা পড়বে।' 

নির্যাতিতার অভিযোগ, ১৫ জুন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন। তাঁদের একটা বন্ধুদের গ্রুপ রয়েছে। সেখানে কয়েকজন জুনিয়রও আছেন। তাঁরা একসঙ্গে আড্ডা দেন। সেদিন ঠিক করেন একজনের ফ্ল্যাটে যাবেন। সেখানে গিয়ে তাঁরা মদ্যপান শুরু করেন। বেশ কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। তাঁদেরই মধ্যে একজন মণির মল্লিক তাঁর সঙ্গে অসভ্যতা শুরু করে। তারপর তাঁকে ধর্ষণের চেষ্টা করে। তাঁকে জোর করে অন্য ঘরে টেনে নিয়ে যায়। শারীরির হেনস্থা ও ধর্ষণের চেষ্টা করে। 

নির্যাতিতার আরও অভিযোগ, তিনি সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। ফলে খুব দুর্বল লাগছিল। তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন। তবে এই ঘটনার পর অভিযুক্ত তাঁর কাছে ক্ষমা চায়নি বরং তাঁকে হুমকি দেয়। বলা হয়, এই নিয়ে বাইরে মুখ খুললে পরিণতি খারাপ হবে। মানহানির মামলা দায়ের করা হবে। 

নির্যাতিতার আরও দাবি, যে ফ্ল্যাটে তাঁরা আড্ডা দিতে গিয়েছিলেন, সেই ফ্ল্যাটে যিনি থাকেন তিনিও তাঁকে পুলিশের কাছে যেতে বারণ করেন। তাঁকে আটকানোর চেষ্টা করেন একাধিকবার। 

তবে নির্যাতিতা তাঁদের কথা শোনেননি। তিনি নিজের সুরক্ষার জন্য গত ১০ জুলাই FIR করেন। নির্যাতিতা জানান, 'আমি থানায় গিয়ে ৩ পাতার অভিযোগপত্র দায়ের করি। তার ভিত্তিতে FIR হয়। দোষী শাস্তি পাক। এটাই আমি চাই।' 

Advertisement

 

POST A COMMENT
Advertisement